বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army)। গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের খবর পেয়ে ‘অপারেশন নওশেরা নার ৪’ শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) ও সেনার যৌথ দল। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শেষ খবর পাওয়া অনুযায়ী দুই জঙ্গির মৃত্যু হয়েছে, বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।
–
–
–
–
–
–
–
–
–
