Monday, December 8, 2025

বিহার ভোটার অধিকার যাত্রা: মোদি সরকারের সামনে আয়না তুলে ধরবেন দুই তৃণমূল প্রতিনিধি

Date:

Share post:

ভোট চুরি বিহার নির্বাচনের আগেই প্রতিহত করতে বদ্ধপরিকর দেশের বিরোধী দলগুলি। বিরোধী নেতারা লাগাতার সেখানে ভোটাদের নিজেদের ভোট সম্পর্কে সচেতন করতে মিছিল জারি রেখেছে। এবার বিরোধী জোটের আহ্বানে সেখানে ভোটার অধিকার যাত্রা-এ (Voter Adhikar Yatra) যোগ দিচ্ছে তৃণমূল নেতৃত্বও। সোমবার সেই যাত্রার আগে কেন্দ্রের মোদি সরকারের সামনে আয়না তুলে ধরার বার্তা দিলেন দুই তৃণমূল নেতা।

দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে বিহারে বিরোধীদের যাত্রায় যোগ দেবেন সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও উত্তরপ্রদেশে দলের প্রধান নেতা ললিতেশ ত্রিপাঠি (Laliteshpati Tripathi)। রবিবার পাটনা রওনা দেওয়ার আগে ইউসুফ জানান, তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনিত করেছেন বিহারের ভোটার অধিকার যাত্রায় যাওয়ার জন্য। সেখানে ইন্ডিয়া ব্লকের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সোমবার যোগ দেব।

বিহারের অধিকারের যাত্রার গুরুত্ব তুলে ধরে ললিতেশ জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধি হিসাবে পাটনা যাচ্ছি। ভোট চুরি দেশের জন্য একটি বিরাট বড় ইস্যু। আর তৃণমূল পরিবার ইন্ডিয়া (INDIA) জোটের সঙ্গে একসঙ্গে এই ইস্যুতে দাঁড়িয়েছে। সরকারের সামনে আমরা আয়না তুলে ধরব। নিশ্চিতভাবে বিহারে যে লাগাতার যাত্রা চলছে ১৪-১৫ দিন ধরে তাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে। এই দেশের সংবিধান, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আমাদের আওয়াজও সেই আওয়াজের সঙ্গে জুড়ে দেওয়া।

spot_img

Related articles

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে...