Saturday, January 10, 2026

কী হবে কাশ্মীরের আপেলের? বাড়ছে অনিশ্চয়তা

Date:

Share post:

আটকে রয়েছে ৪০০ ট্রাক। তবে কী ট্রাকের ভিতরেই এবার পচে যাবে কাশ্মীরের আপেল? বড় প্রশ্ন জম্মু ও কাশ্মীরের আপেল ব্যবসায়ীদের মধ্যে। দ্রুত জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক না খুললে বড় সড় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। প্রায় একই রকম আশঙ্কার মধ্যে নাশপাতি ব্যবসায়ীরাও। যদিও আশার আলো দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রবিবার সকালেই প্রধান উপদেষ্টা থেকে মুখ্যসচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দ্রুত জাতীয় সড়ক খোলার ব্যবস্থা করার জন্য।

কাশ্মীরের বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আপেল তোলার কাজ। সেই সব আপেল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রওনা দেওয়া শুরু করেছিল আপেল বোঝাই ট্রাক। আর এই আপেল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর উপরই নির্ভর করে রয়েছে গোটা ভূস্বর্গের মূল অর্থনীতি। সেখানে যুক্ত রয়েছেন চাষী থেকে জমির মালিক, ব্যবসায়ী, পরিবহন শিল্প থেকে গাড়িচালকরাও। এক একটি দিন সেই আপেল ট্রাক বন্দি হয়ে পড়ে থাকার অর্থ কোটি টাকার ক্ষতি।

আপেলের মতো নাশপাতিও বেশিদিন ধরে রাখা যায়নি। প্যাকিং হলেই বাজারে পাঠানোর ব্যবস্থা করতে হয়। নাশপাতির জমিতে ফল তোলার কাজ সারা হয়ে গিয়েছে। শুধু গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে স্তূপাকৃতি নাশপাতি। হড়পা বান ও ধসের কারণে আচমকা জাতীয় সড়ক বন্ধ হওয়ায় শুধুমাত্র পরিবহনের অভাবে চরম আশঙ্কার মধ্যে কাশ্মীরের অর্থনীতি। এখনও যে পরিমাণ ফল বাজারে পৌঁছানোর অপেক্ষা করছে তা নষ্ট হলে ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি বলে অনুমান ব্যবসায়ীদের।

ইতিমধ্যেই জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক সচল করার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক খুললে কোন কোন বিষয়কে গুরুত্বের ভিত্তিতে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা করা হবে তান নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একদিকে উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছানো, অন্যদিকে আটকে পড়া যানবাহনের জন্য জাতীয় সড়কটি সচল হওয়াকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

spot_img

Related articles

ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগৎ ঘিরে উন্মাদনা বাড়ছে। একদিকে বড় পর্দায় একাধিক বিগ বাজেট সিনেমার ঘোষণা...

বকেয়া টাকা নিয়ে গিরিরাজ সিংকে পালটা দিলেন কুণাল

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের...

নারায়ণ দেবনাথের কমিক্স প্রকাশে নিষেধাজ্ঞা দেব সাহিত্য কুটীরের উপর! অধিকার পেল দীপ প্রকাশন

প্রয়াত সাহিত্যিক ও শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্টি জনপ্রিয় কমিক্স চরিত্রগুলি নিয়ে প্রকাশনা সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।...

SIR আতঙ্কে আরও মৃত্যু রাজ্যে! কেন্দ্র-কমিশনকে তোপ তৃণমূলের 

এসআইআর শুনানির আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। শনিবার ফের দু’জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একটি ঘটনা বীরভূমের রামপুরহাটে,...