Thursday, November 13, 2025

একদিনের বিশ্বকাপের আগেই বিদায় নেবেন রোহিত! দলে থাকবেন কোহলি-জাদেজা?

Date:

২০২৭ সালে একদিনের বিশ্বকাপ(ODI World Cup)। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ একটুর জন্য হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার( Team India)। আগামী দুই বছর পর দক্ষিণ আফ্রিকা সহ দুই দেশে বসবে একদিনের বিশ্বকাপের আসর। আগামী বিশ্বকাপে কারা থাকবেন ভারতীয় দলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত বিরাট কোহলি( Virat Kohli) আগামী বিশ্বকাপের দলে খেলতে পারেন। তবে রোহিত শর্মা(Rohit Sharma) দলে নাও থাকতে পারেন।

২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছেন হিটম্যান। কিন্তু আদৌ কি আরও ২ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন রোহিত? প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশেষজ্ঞও বলেছেন যে রোহিত শর্মার পক্ষে ওয়ান ডে দলে নিজের জায়গা ধরে রাখা কঠিন হবে ২০২৭ পর্যন্ত।

এশিয়া কাপের আগে রোহিত শর্মার ফিটনেস টেস্টের দিকে সকলের নজর ছিল।এই টেস্টের যে রিপোর্ড কার্ডে দেখা যাচ্ছে শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।

রোহিত কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁর ফিটনেসে কোনও খামতি নেই। আপাতত কোনও খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায়( AUS vs IND ODI) এক দিনের সিরিজ খেলতে যাবে ভারত। গুঞ্জন শুরু হয়েছে, অস্ট্রেলিয়া সফরেই শেষবার রোহিতকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। তারপরই প্রাক্তনী তকমা বসে যাবে রোহিতের নামের সঙ্গে।

এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু তিনি তাঁর টেস্ট ক্রিকেটের অবসান ঘটিয়েছিলেন। সে কারণে চর্চা চলছে যে তিনি অস্ট্রেলিয়াতেই হয়তো তাঁর প্রিয় ফরম্যাটকে বিদায় জানাবেন রোহিত। পরবর্তী বিশ্বকাপের মধ্যে তার বয়স ৪০ বছর হবে। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপের মতো ইভেন্টে খেলা অত্যন্ত কঠিন রোহিতের।

পরিসংখ্যান বলছে, রোহিত ব্লু ব্রিগেডের হয়ে ২৭৩ ম্যাচে ৪৮.৭৬ গড়ে ১১,১৬৮ রান করেছেন। ক্যারিয়ার জুড়ে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি করেছেন।কয়েক মাস আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের সেরা হয়েছিলেন রোহিত নিজেই। কিন্তু রোহিতের অভিজ্ঞতা যতই থাক। কিন্তু দল গঠনে গম্ভীর(Gautam Ghambhir) তরুণদের প্রাধান্য দেন। ফলে ৪০ বছরের রোহিতকে বিশ্বকাপের দলে রাখবেন গম্ভীর, সেটা খাতায় কলমে অত্যন্ত কঠিন।

একইসঙ্গে অনিশ্চয়তা আছে রবীন্দ্র জাদেজাকে( Ravindra Jadeja) নিয়েও পাশাপাশি মহম্মদ সামি( Md, Shami) যে আগামী বিশ্বকাপের দলে আর সুযোগ পাবেন না তা এক প্রকার স্পষ্ট।হয়ত ফিট থাকলে জসপ্রীত বুমরাহ বিশ্বকাপে খেলবেন।

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version