Sunday, November 16, 2025

বিধানসভায় পুজোর আবহ! শুরু তন্তুজের বিশেষ শাড়ি-বিপণনী 

Date:

দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। উৎসবের আবহ ইতিমধ্যেই বইতে শুরু করেছে শহর জুড়ে। সেই আবহ ধরা পড়ল শুক্রবার বিধানসভা প্রাঙ্গণে। তন্তুজ ও বিধানসভার সমবায় সংস্থার যৌথ উদ্যোগে শুরু হল বিশেষ শাড়ি-বিপণনী। চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রধান সচিব সুকুমার রায়ও।

তন্তুজ মূলত স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে সংগ্রহ করা ‘পিওর কটন’ শাড়ি বাজারে আনে। তবে এতদিন ভারিক্কি প্রকৃতির কারণে শহুরে ক্রেতাদের কাছে এই শাড়ি তেমন জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীগুলির দীর্ঘদিনের দাবি ছিল— এই বিশেষ শাড়ির বাজার শহরে খুলুক। অবশেষে সেই উদ্যোগ নিলেন তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায়।

সংস্থার লিড ডিজাইনার অনিন্দিতা পুরকাইত জানিয়েছেন, পুরুলিয়ার ভারী পঞ্চি শাড়িকে বিশেষ প্রক্রিয়ায় নরম করে শহুরে ক্রেতাদের উপযোগী করা হয়েছে। শুধু শাড়িই নয়, একই কাপড়ে ডিজিটাল প্রিন্ট দিয়ে তৈরি হয়েছে পাঞ্জাবি ও জওহর কোটও। সেগুলিও থাকছে এই বিপণনীতে।

মূল্যে রয়েছে বৈচিত্র— ৩০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যে। টাঙ্গাইল, গরদ সহ একাধিক শাড়িও পাওয়া যাবে। উৎসবের মরশুমে এই বিপণনী শহরের ক্রেতাদের জন্য যেমন বাড়তি আকর্ষণ, তেমনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয়ের নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে তন্তুজ।

আরও পড়ুন – বাংলা ইন্ডাস্ট্রির পসার কমছে! এবার দুই মহাদেশকে জুড়ে অস্কার যাত্রায় ঋতাভরী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version