দলবিরোধী মন্তব্য! মেয়ে কবিতাকেই দল থেকে বহিষ্কার চন্দ্রশেখরের

Date:

Share post:

তেলেঙ্গানার রাজনীতিতে অদ্ভুত মোড়। দলের দুই প্রবীণ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মেয়ে কে কবিতাকেই দল থেকে সাসপেন্ড করলেন বিআরএস (BRS) প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR)। দলের নেতাদের কংগ্রেসের সঙ্গে গোপণ আঁতাঁতেরও অভিযোগ তুলেছিলেন কবিতা (K Kavitha)। আর তারপরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করায় তেলেঙ্গানার অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল বিআরএস-এর মধ্যে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা তুলছে রাজনৈতিক মহল।

সম্প্রতি তেলেঙ্গানার কংগ্রেস নেতৃত্ব সেচদফতরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প – কালেশ্বরম প্রকল্পের (Kaleshwaram project) দুর্নীতির তদন্ত সিবিআই-কে হস্তান্তরিত করে। এই দুর্নীতিতে বিআরএস-কে অভিযুক্ত করে কংগ্রেস। এরপরই কবিতা দাবি করেন, এই প্রকল্পে কোনওভাবেই বিআরএস দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। দলের কিছু নেতার দুর্নীতিতে দলের ও দলের প্রধান কেসিআর-এর নাম খারাপ হচ্ছে। তিনি বিশেষভাবে নাম উল্লেখ করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হরিশ রাও ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ জে সন্তোষ কুমারের। সেই সঙ্গে দাবি করেন, কংগ্রেসের সঙ্গে কিছু প্রবীণ নেতা গোপণ আঁতাঁত রেখে বিআরএস-কে বিপদে ফেলার চেষ্টা করছে।

সোমবার কবিতা (K Kavitha) এই মন্তব্য পেশ করার পরই মঙ্গলবার দল থেকে তাঁকে সাসপেন্ড (suspend) করার বিজ্ঞপ্তি জারি হয়। দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তা জানিয়ে দেওয়া হয়। দাবি করা হয়, তিনি দলের প্রবীণ নেতাদের প্রতি অসম্মানজনক কথা বলেছেন ও দলবিরোধী কথা বলেছেন।

আরও পড়ুন: আপাতত শাস্তি নয়: বিধানসভায় ‘কুস্তি’ করেও রেহাই ৪ বিজেপি বিধায়কের

২০২৪ সালে কবিতার গ্রেফতারি নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল বিআরএস-এর। পাঁচ মাস জেলে কাটিয়ে তিনি মুক্ত হলেও আদতে তিনি যে দলের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন, তা দলের একাংশের নেতৃত্বের কথায় প্রকাশিত হয়েছিল। এবছরও একটি চিঠি সংক্রান্ত ঘটনায় দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কবিতা। তখন কেসিআর মেয়ের বিরুদ্ধে তেমন বড় পদক্ষেপ নেননি। তবে এবার কবিতাকে সাসপেন্ড করে কেসিআর দলের স্বচ্ছতা তুলে ধরার চেষ্টা করলেন। যদিও বিআরএস-এ ভাঙনে তেলেঙ্গানায় কংগ্রেস না বিজেপি – কে লাভবান হবে তা সময়েই বোঝা যাবে।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...