Saturday, November 15, 2025

চলতি মাসেই শুরু উচ্চমাধ্যমিক: দিনক্ষণ ঘোষণা শিক্ষা সংসদের

Date:

Share post:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (Higher Secondary) শুরু আগামী সোমবার থেকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষাক তৃতীয় সেমেস্টার। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।

পরীক্ষার সূচি
৮ থেকে ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা
প্রতিদিন বেলা ১০ টা থেকে ১১টা ১৫ পর্যন্ত ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে
বৃত্তিমূলক বিষয় ও মিউজিক, ভিস্যুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫ মিনিটে
প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী কোনও কারণে হলে ছেড়ে বেরোতে পারবে না

পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পরীক্ষার্থীদের রিপোর্টেড এগেনস্ট (RA) করা হবে। কী ঘটেছে, তা শিক্ষা সংসদকে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জানানোর সুযোগ পাবেন পরীক্ষক বা ইনভিজিলেটর। এবছরই ৫ মার্চ উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশিতে বাধা দিলে শিক্ষকদের (Teacher) মারধর করা হয়। প্রধানশিক্ষক-সহ পাঁচ শিক্ষক-শিক্ষিকা জখম হন। সেবার অভিযুক্তদের সুযোগ দেওয়া হয়েও এবার থেকে আর সে সুযোগ পাওয়া যাবে না।

পরীক্ষাকেন্দ্রে প্রতিটি প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজারের ঘরে সিসি ক্যামেরা রাখতেই হবে। তার ব্যবস্থা সেন্টার-ইন-চার্জ বা সেন্টার সেক্রেটারি ও ভেন্যু সুপারভাইজারকে করতে হবে। এবার ২১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে ভিডিওগ্রাফি করার ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে পরিদর্শনের জন্য বিশেষ দল হাজির যেতে পারে।

চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার বেশি। এদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, সারাদেশে এই প্রথম দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসই বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের মতো উচ্চ মাধ্যমিকেও ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রশ্নপত্রের ক্ষেত্রেও ২টি সেট-এর ব্যবস্থা করেছে শিক্ষা সংসদ। প্রথম সেট-এর প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে। কোনও কারণে প্রশ্ন বাতিলের মতো ঘটনা ঘটলে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় দ্বিতীয় সেট তৈরি করা হয়েছে।

যে দিন যে বিষয়ের পরীক্ষা, সে দিন ওই বিষয়ের শিক্ষককে ইনভিজিলেশনের দায়িত্বে দেওয়া যাবে না। পরীক্ষা সংক্রান্ত অন্য কাজে এই নিষেধাজ্ঞা নেই।
সিসি ক্যামেরার ফুটেজ অক্টোবর পর্যন্ত ভেন্যু সুপারভাইজারকে সংরক্ষণ করে রাখতে হবে। প্রয়োজনমতো ওই রেকর্ডিং চেয়ে পাঠানো হতে পারে।

ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে পরীক্ষার্থীরা। বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত (আনসার কি) প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ। লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফলাফল ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। মার্কশিটে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...