Monday, December 8, 2025

বিপজ্জনক টার্ন! সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ, ঘটতে পারত বড় দুর্ঘটনা

Date:

Share post:

মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সেনার ট্রাক থামাল পুলিশ। সকালে মহাকরণের সামনে সেনার একটি ট্রাক আটকাল কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি বিপজ্জনক ভাবে মোড় (turn) নেয়। ট্রাফিক আইন না মেনে ওই ট্রাক যাচ্ছিল। ট্রাকের মধ্যে থাকা সেনা কর্মী জানান, সিগনাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়। এই ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার (Manoj Verma, CP) গাড়ি ছিল। এরপরেই ট্রাকটিকে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের তরফে এই ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ক্রসিংয়ে ট্রাকটি আচমকাই বিপজ্জনকভাবে মোড় নেয়। এর জেরে পুলিশ কমিশনারের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে পাড়ত। পুলিশের আরও দাবি, ওই ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড থাকা সত্ত্বেও ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে সেনার গাড়ি। তখনই গাড়িটিকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

সেনার ট্রাক চালক জানিয়েছেন, তিনি জানতেন না যে কমিশনারের গাড়ি আসছে এবং তিনি বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু ড্রাইভিংয়ের মূল নিয়ম হল মোড় নেওয়ার আগে রিয়ার ভিউ মিররে দেখা উচিত যে পিছনে কোনও গাড়ি আসছে কিনা।

আরও পড়ুন: তীব্র শক্তিশালী স্কোয়াল ফ্রন্টের জেরে তছনছ হতে পারে সব! কেন হয়

কী হয়েছিল?
* সকাল ১০টা নাগাদ সেনার গাড়িটি ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল
* মহাকরণের সামনে সেনার ট্রাকের বিপজ্জনকভাবে মোড় নেওয়া
* ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড ছিল
* সেনার ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ছিল। দুর্ঘটনা ঘটতে পারত।
* ট্রাফিক আইন ভাঙায় সেনার গাড়ি আটকায় কলকাতা পুলিশ।
* বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না, দাবি সেনার গাড়ি চালকের
* সেনার গাড়ি আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়
* থানায় হাজির হন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম-এর কর্তারাও।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...