Friday, November 7, 2025

চাকরির পরীক্ষায় বসতে চেয়ে ‘অযোগ্য’দের আবেদন! খারিজ হাই কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ওএমআর কারচুপি ও এসএসসি বেনিয়মে অভিযুক্ত ‘অযোগ্য়’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগের পরীক্ষা আটকে দেওয়ার নান প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সেই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করতে যারা গিয়েছিলেন তাঁরা প্রায় গলাধাক্কা খেয়েছেন। এবার কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) ধাক্কা খেলেন মামলাকারীরা। অযোগ্য (tainted) তালিকায় নাম থাকা চাকরিহারারা কলকাতা হাই কোর্টে চাকরিতে বসার আবেদন জানিয়ে মামলা করেন। তবে মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।

শনিবার এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশের পর তালিকায় থাকা ১,৮০৬ জন হাই কোর্টের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, নতুন করে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে আবেদন করে অ্যাডমিট পেয়েছিলেন তাঁরা। তবে শনিবার অযোগ্য তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তালিকায় থাকা চাকরিহারাদের অ্যাডমিটও বাতিল করে এসএসসি। সেখানে প্রায় ১,৪০০ অ্যাডমিট বাতিল হয়। এর পরই অ্য়াডমিট টিকিয়ে রেখে নতুন করে পরীক্ষা প্রক্রিয়ায় বসার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন তাঁরা।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, সুপ্রিম কোর্ট পরপর দুদিনে নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশের। সেই মতো দুদিনের মধ্যে তালিকা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরে পুরো বিষয়টি রয়েছে। ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করতে পারেবন, ১৫,৪০৩ জন সেই তালিকাতেও এদের নাম নেই। তাহলে এতদিন তাঁরা মামলা করেননি কেন?

আরও পড়ুন: বিপজ্জনক টার্ন! সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ, ঘটতে পারত বড় দুর্ঘটনা

সেই সঙ্গে ওএমআর গরমিলের প্রসঙ্গ টেনে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ওএমআর গরমিলের বিষয়টিও রয়েছে। ওএমআর জালিয়াতি আরও বড় ধরনের জালিয়াতি। সব বিষয় বিবেচনা করে তালিকায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট (Caclutta High Court)। সেই সঙ্গেই পরীক্ষায় বসতে চেয়ে যে আবেদন করেছিল অযোগ্যরা, তা খারিজ হল কলকাতা হাই কোর্টে।

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...