রাজনৈতিক কেরিয়ারে নয়া মোড়, তেলেঙ্গানায় মন্ত্রী হবেন আজহার?

Date:

Share post:

মহম্মদ আজহারউদ্দিনের(Mohammad Azharuddin) রাজনৈতিক কেরিয়ারে নতুন মোড়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে কংগ্রেস( Congress) তেলঙ্গানার বিধান পরিষদে সদস্য হিসেবে মনোনীত করেছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির(Revanth Reddy) মন্ত্রিসভার সদস্যও হতে পারেন আজহার, এমনই জল্পনা তেলেঙ্গানার রাজনৈতিক মহলে। রাজনীতির ময়দানে নতুন নন আজহার, এর আগে লোকসভার সদস্য ছিলেন।

তাঁকে বিধান পরিষদে মনোনীত করার জন্য আপ্লুত আজহার। সমাজ মাধ্যমে প্রাক্তন অধিনায়ক লিখেছেন, “তেলঙ্গনায় রাজ্যপালের কোটার অধীনে এমএলসি পদের জন্য আমাকে মনোনীত করার মন্ত্রিসভার সিদ্ধান্তে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি, শ্রীমতি সোনিয়া গান্ধী ম্যাডাম, শ্রী রাহুল গান্ধীজি, শ্রীমতি প্রিয়াঙ্কা গান্ধীজি এবং শ্রী কে সি বেণুগোপালজি-কে তাঁদের বিশ্বাস এবং আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ।”

বর্তমানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ ১৪ জন মন্ত্রী রয়েছেন। ৩টি আসন খালি আছে। আজহারকে বিধান পরিষদে নিয়ে যাওয়া কংগ্রেসের মাস্টারস্ট্রোক। প্রথমত, তেলঙ্গানার রেবন্ত রেড্ডির মন্ত্রিসভায় একজন মুসলিম মুখের প্রয়োজন ছিল। আজহার একদিকে মুসলিমদের প্রতিনিধি, অন্যদিকে গ্রেটার হায়দরাবাদেরও প্রতিনিধি।

তেলঙ্গনা কংগ্রেসের কার্যকরী সভাপতি হওয়ার আগে মহম্মদ আজহারউদ্দিন উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে সাংসদ (২০০৯-২০১৪) ছিলেন। অন্যদিকে, সামনেই জুবিলি হিলস কেন্দ্রের উপনির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন আজহার। এবার সেই আসনে অন্য কাউকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

৯৯টি টেস্টেই থেমে যায় আজহারের কেরিয়ার। গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে তাঁকে নির্বাসিত করে বোর্ড। যতটা সাড়া জাগিয়ে কেরিয়ার শুরু করেছিলেন হায়দরাবাদি তারকা, সমাপ্তিটা একেবারেই ভালো হয়নি। ক্রিকেটার জীবনে যেমন উত্থান পতন ছিল তেমনই আজহারের রাজনৈতিক কেরিয়ারেও আছে।

২০০৯ সালে ভোটে জিতে লোকসভায় গিয়েছিলেন আবার জুবিলি হিলস কেন্দ্রে বিধানসভা নির্বাচনে হেরেছেন। এবার রাজ্য বিধান পরিষদের সদস্য হলেন।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...