‘রক্তবীজ টু’ (Raktabeej 2) ছবিতে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) যে ‘ভিলেন’ সে কথাটা প্রথম দিন থেকেই সকলের জানা। কিন্তু খলনায়ক মুনির যে রোমান্টিক অবতারে ধরা দেবেন এটা বোধহয় কল্পনা করা যায়নি, বরং পঙ্কজ-সংযুক্তা মানে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর (Abir Chatterjee and Mimi Chakraborty) অনস্ক্রিন রসায়ন কতটা জমল তা দেখার আশায় ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের (Shiboprasad Mukherjee & Nandita Roy)সিনেমার দর্শকরা। অথচ মঙ্গলের সকালেই মেগা চমক দিল ‘রক্তবীজ টু’ । সন্ত্রাসবাদী মুনির আলম (অঙ্কুশ অভিনীত চরিত্রের নাম) ধরা দিলেন আয়েশার (কৌশানী মুখোপাধ্যায় এই চরিত্রে অভিনয় করছেন) প্রেমিক অবতারে। তাহলে কি ভিলেনের গল্পেও টুইস্ট? শুধু এটাই নয়, সিনেমায় অঙ্কুশের গান একই ছবিতে মুক্তি পাওয়া নুসরতের (Nusrat Jahan) আইটেম ডান্সকে টেক্কা দিতে পারল কি?


পুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রক্তবীজ টু’। হিরো অঙ্কুশকে খলনায়ক চরিত্র দেখতে আগ্রহী বাঙালি দর্শকরা। টিজার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এবার আবার সিনেমার তৃতীয় গান প্রকাশ্যে আসতেই আরও চমক। ‘দিওয়ানা বানাইসেন’ গানের দৃশ্যায়ন দেখে এটা পরিষ্কার যে ডাক্তারি পড়তে গিয়েই প্রেম মুনির-আয়েশার! একে-অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন যুগলে। কিন্তু তারপর কীভাবে সন্ত্রাসবাদী হয়ে উঠলেন মুনির? তাঁর প্রেমিকারই বা কী হল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহ যেমন বাড়ছে, পাশাপাশি সিনেমার আইটেম নাম্বার, ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ – এর জনপ্রিয়তার কতটা কাছাকাছি পৌঁছতে পারলো অঙ্কুশের গান তা নিয়ে তুলনা টানা শুরু হয়েছে। আসলে অঙ্কুশ এবং নুসরতের দূরত্বের কথা ইন্ডাস্ট্রির অজানা নয়। এক সময়ের দুই বন্ধু আজ অনেক বছর পর এক সিনেমায় অভিনয় করলেও, একসঙ্গে নেই তাঁরা। একই অন্যের মুখদর্শন এড়িয়ে চলেন। তাই না চাইতেও কোথাও যেন রেষারেষি আর কে এগিয়ে কে পিছিয়ে মার্কা হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে অনুরাগীদের মধ্যে।


–

–

–

–

–

–

–
–

