বলিউডের ফ্যাশন ট্রেন্ড তৈরিতে সাম্প্রতিক সময়ে যাঁর নাম সবার আগে আসে তিনি নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন। দীপিকার এই ফ্য়াশন বৈচিত্র হলিউডেও খ্যাতি পেয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতির স্বীকৃতি এবার লুই ভুটোর (Louis Vuitton)। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফ্যাশন শো – লুই ভুটো মোয়েট হেনেসি (LVMH) প্রতিযোগিতার জুরি (jury) হচ্ছেন তিনি। সেই সঙ্গে শো-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনিই হবেন এবারের প্রতিযোগিতার অ্যাম্বাসাডর (Ambassador)।

লুই ভুটোর (Louis Vuitton) এবারের প্রতিযোগিতার ফাইনালের জুরি হিসাবে যে দীপিকাকে (Deepika Padukone) রাখা হচ্ছে, তা জানানো হয়েছে সংস্থার তরফ থেকেই। সেই বিবৃতিতেই জানানো হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ে যেভাবে সকলের নজর কেড়েছেন, তাতে তিনি গোটা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁর অভিনয় বিশ্ব জোড়া দর্শকের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন: দরিয়া-এ-নূর কোথায়? আদৌ আছে, না শুধুই রয়েছে ধুলো – প্রশ্ন ঢাকার নবাব বংশধরের

এখনও পর্যন্ত এলভিএমএইচ-এর একমাত্র জুরি হিসাবে তাঁর নামই ঘোষিত হয়েছে। অর্থাৎ তিনিই প্রথম জুরি হিসাবে নির্বাচিত, যা বলিউডের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। মঙ্গলবার লুই ভুটোর তরফ থেকে এই ঘোষণা হওয়ার ঠিক আগেই দীপিকাকে এয়ারপোর্টে দেখা যায়। তাঁর সফর এই ফ্যাশন শো সংক্রান্ত, এমনটাই ধারণা পাপারাৎজিদের। কারণ এবারের প্রতিযোগিতার অ্যাম্বাসাডরও তিনি।

–

–

–

–
–

–