Tuesday, November 11, 2025

শুভ সংবাদ: অতীত ভুলে রাজপত্নীকে চুম্বন মিমির, রুক্মিণী-শুভশ্রী এমন ফ্রেম হবে?

Date:

‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ – সত্যজিতের তৈরি হীরক রাজার দরবারের সেই বিখ্যাত গানটা মনে পড়ে? প্রত্যেকদিন চারপাশে ঘটতে থাকা অসংখ্য ঘটনায় বারবার এই গানের লাইন ঘোরাফেরা করে সাধারণ মানুষের মুখে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বোধহয় সব থেকে বেশি প্রযোজ্য টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। বদলাচ্ছে সেলিব্রেটিদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। কোথাও দুই প্রাক্তনের দূরত্ব কমছে সিনেমা প্রমোশনের চাহিদায়, আবার কোথাও জনপ্রিয় পরিচালকের প্রাক্তন প্রেমিকা আর বর্তমান স্ত্রীর মধ্যে তৈরি হচ্ছে নতুন ‘বন্ধুত্ব’। প্রথম উদাহরণ তো অবশ্যই ‘দেশু’ (DeSu) জুটির (যদিও এই সমীকরণেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে)। তবে আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে দ্বিতীয় বিষয়টি অর্থাৎ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Ganguly) সম্পর্কের গতিবিধি। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রাক্তন বান্ধবী আর বর্তমান স্ত্রীর একটা মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রিয় ‘শুভ’কে চুমু খাচ্ছেন মিমি। নেটপাড়া বলছে, ২০২৫ সালে আর কত কী যে দেখার বাকি তা বোঝা দায়! তবে এই একই ঘটনা কি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে হতে পারে? রাজের (Raj Chakraborty) মতো সেখানেও তো কেন্দ্রবিন্দুতে এক পুরুষ – দেব (Dev)। তাহলে কি এটাও সম্ভব? কৌতুহল বাড়ছে।

শুভশ্রীর সঙ্গে সাতপাকে ঘোরার আগে রাজের সঙ্গে মিমির সম্পর্কের গুঞ্জন শোনা যেত। লেডি সুপারস্টারকে বিয়ে করার পর যেভাবে পরিচালকের সঙ্গে দূরত্ব বেড়েছে ‘রক্তবীজ’ অভিনেত্রীর, তেমনই ‘ধূমকেতু’ (Dhumketu) নায়িকার সঙ্গেও মুখ দেখাদেখি বন্ধ ছিল বলে শোনা যায়। কিন্তু সম্প্রতি ছবিটা বদলে গেছে। মিমির ওয়েব সিরিজ ‘ডাইনি’র প্রশংসা করেছেন শুভশ্রী। রাজপত্নীর ‘গৃহপ্রবেশ’ নিয়ে আবার শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। আর এবার এক ধাপ এগিয়ে মিমি চক্রবর্তীকে বলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করলেন শুভ (Shubhasree Ganguly)। বুধের সকালেই রাজঘরনী একটি রিল পোস্ট করেন যেখানে তাঁকে বলতে শোনা যায়, “বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি।” আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই পাশে থাকা মিমি, শুভশ্রীর গালে চুমু দেন। ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে ‘২০২৫ সালের সেরা কোল্যাব’। গোটা বিষয়টির ‘রক্তবীজ টু’ সিনে প্রমোশনের অঙ্গ হলেও প্রাক্তনের স্ত্রীর প্রতি মিমির ভালবাসা দেখে অবাক হচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার এই ঘটনায় আশার আলো দেখছেন রুক্মিণী-শুভশ্রীর সম্পর্কের সমীকরণে!

সম্প্রতি দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ‘ধূমকেতু’ সিনেমার প্রচারপর্বে একসঙ্গে দেখা গেছে। নজরুল মঞ্চে একসঙ্গে ডান্স স্টেপ থেকে পোশাকের রংমিলান্তিতে মন্দিরে পুজো দেওয়া। এসবের উপহার হিসেবে সমালোচনা সত্ত্বেও প্রায় ২০ কোটির কাছাকাছি ব্যবসা কৌশিক গঙ্গোপাধ্যায় সিনেমার। কিন্তু ছবি মুক্তির তিন সপ্তাহের মাথায় তাল কাটলো। ‘দুই সন্তানের মা’ বলে শুভশ্রীকে নাকি অপমান করেছেন দেব (Dev)? পাল্টা জবাব নায়িকার। ফের প্রত্যুত্তর অভিনেতার। সবমিলিয়ে জোড়া লাগা সম্পর্কে আবার ফাটল! কিন্তু এসবের মাঝে বারবার এসেছে রুক্মিণীর নাম। যখন ‘দেশু’ জুটি নিয়ে হইচই তখন টলিউডের ‘বিনোদিনী’র ইমোশন নিয়ে অসংখ্য মিম তৈরি হয়েছে। হাসিমুখে বিষয়টাকে এড়িয়ে গেছেন দেবের বান্ধবী। কিন্তু একটা সময় তো তিনি, শুভশ্রী এবং দেব তিনজনেই খুব ভালো বন্ধু ছিলেন। তাঁর মুখে বারবার প্রেমিক ও তাঁর প্রাক্তন বান্ধবীর জুটির প্রশংসা শোনা যায়। তবুও শুধুমাত্র মেগাস্টারের গার্লফ্রেন্ড হওয়ার কারণেই কি বারবার তাঁকে নিয়ে বারবার ভিকটিম কার্ড খেলা হয়? এই নিয়ে একেকজনের একেক মত। তবে কে বলতে পারে পেশাদারিত্বের তাগিদে বা হয়তো বদলে যাওয়া পরিস্থিতির নিয়ম মেনে ভবিষ্যতে কোনও ফ্রেমে মিমি- শুভশ্রীর মতোই একসঙ্গে দেখা যেতে পারে দেবের প্রাক্তন ও বর্তমানকেও। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না… আহা!

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version