নগর উন্নয়ন ও পুর দপ্তরের অধীনস্থ সংস্থাগুলির মালিকানাধীন নন রেসিডেন্সিয়াল(Non Residencial) প্লট রূপান্তরের জন্য নতুন নীতি আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে খবর, বহু শিল্প ইউনিটকে অতীতে তাদের কর্মচারীদের আবাসিক ব্যবহারের জন্য ৯৯ বছর বা তার বেশি সময়ের জন্য এই প্লট দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই জমিগুলির একটি বড় অংশ আর প্রথাগত ব্যবহারে নেই। ফলে সেগুলিকে রিয়েল এস্টেট বা হাউসিং প্রকল্প নির্মাণে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে।

তবে এই রূপান্তরের জন্য নির্দিষ্ট সরকারি ফি ধার্য হবে। কত শতাংশ হারে এই ফি নেওয়া হবে এবং কীভাবে তা কার্যকর করা হবে, সেই নিয়ে বিস্তারিত নীতি তৈরি করবে সরকার। মন্ত্রিসভা সেই নীতিই আনুষ্ঠানিকভাবে প্রণয়নের অনুমোদন দিয়েছে।

–

–

–

–
–
–

–
–