Tuesday, November 18, 2025

দর বাড়িয়ে দিল বিসিসিআই, ম্যাচ পিছু কত টাকা দিতে হবে নতুন স্পনসরকে?

Date:

দুয়ারে এশিয়া কাপ (Asia Cup), ভারতীয় দল বর্তমানে স্পনসরহীন। ড্রিম ১১ –র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই(BCCI)। নতুন স্পনসরের খোঁজ করছে বোর্ড। নতুন স্পনসরের থেকে বেশি মুনাফার লক্ষ্য নিয়েছেন বোর্ড কর্তারা।

কয়েকদিন আগেই ভারতীয় পুরুষ এবং মহিলা দলের নতুন স্পনসরের জন্য সরকারিভাবে বিজ্ঞাপণ দিয়েছে। কিন্তু এবার ম্যাচপিছু আরও বেশি অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে বিসিসিআই। আগের স্পনসরের থেকে নতুন কোম্পানিকে আরও বেশি অর্থ খরচ করতে হবে ।

ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে। পাশাপাশি আইসিসি (ICC) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) টুর্নামেন্টের জন্য প্রতি ম্যাচের জন্য দেড় কোটি টাকা দিতে হবে। ড্রিম ১১ বিসিসিআই-কে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি ৩ কোটি টাকা এবং আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইভেন্টের জন্য প্রতি ম্যাচে ১ কোটি টাকা করে দিত।

যেহেতু সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স অত্যন্ত ভালো। সেক্ষেত্রে ভালো স্পনসর পেতে অসুবিধা হবে না বিসিসিআইয়ের (BCCI)। তবে নতুন স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে সাবধানী বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের দৌড় থেকে একঝাঁক কোম্পানিকে বাদ দিচ্ছে বিসিসিআই। ২০২৫ সালের ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট’ অনুযায়ী, যেসব কোম্পানি রিয়েল-মানি গেমিং, বেটিং বা জুয়া চালায় (যেমন— ড্রিম ১১), তারা আর স্পনসর হতে পারবে না।

আরও পড়ুন: বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে। যেমন, শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে অথবা শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে।

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version