Wednesday, November 19, 2025

রইল অর্ধসমাপ্ত ঘর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের: পাশে দাঁড়ালেন অভিষেক

Date:

বাংলাকে বঞ্চিত করতে বাংলার মানুষের ন্যায্য অধিকার বারবার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই খেসারত এবার দিলেন দক্ষিণ চব্বিশ পরগণার এক মা ও তাঁর দুই মেয়ে। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। আবাস যোজনায় (Awas Yojana) টাকা না পাওয়ায় ঘর তৈরি হয়নি এই পরিবারের। খবর পেয়েই পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার আচনা গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে শিলা (১৫) এবং প্রিয়া (১০)। ভোরের দিকে হঠাৎ মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান তাঁরা। স্থানীয়রা তড়িঘড়ি মাটি সরিয়ে তিনজনকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়েই মৃতদের পরিবারের পাশে দাঁড়ান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেয়।

আরও পড়ুন: ফেসবুকে SLST চাকরি পাইয়ে দেওয়ার টোপ, গ্রেফতার বিজেপি কর্মী

মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, অভিষেক আমাদের পাঠিয়েছেন মৃতের পরিবারকে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি যাতে ওই ঘর সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে যান মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারও। অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনার ফলেই এই মর্মান্তিক মৃত্যু। বাংলা আবাস যোজনার (Awas Yojana) টাকা কেন্দ্র তিন বছর আটকে রেখেছে। সময়মতো টাকা এলে এঁদের এভাবে প্রাণ হারাতে হত না। রাজ্য সরকার আবাস যোজনার ঘর করার টাকা দিতে শুরু করায় দুটো কিস্তিতে এক লাখ কুড়ি হাজার টাকা পায় এই পরিবার। সেই টাকায় পাকা ঘর উঠছিল। আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যেত, তার আগেই দুর্ঘটনা। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version