Monday, November 17, 2025

বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

Date:

Share post:

পঞ্জাব (Punjab) জুড়ে ভয়াবহ বন্যা (Floods)। রাজ্যের কঠিন পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংস (Punjab Kings) টিম ম্যানেজমেন্ট। প্রীতি জিন্টার (Preety Zinta) দলের পক্ষ থেকে ত্রাণ তহবিলে দান করা হয়েছে ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা।

শুধু সমাজ মাধ্যমে বার্তা পোস্ট করা বা ত্রাণ তহবিলে টাকা প্রদান করেই দায়িত্ব সারছে না পঞ্জাব কিংস। মানবিক উদ্যোগও নিয়েছে প্রীতি জিন্টার (Preety Zinta) দল। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে দুর্গতদের কাছে পানীয় জল-সহ ত্রাণসামগ্রী পৌঁছে দিতে শুরু করেছেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি আটকে পড়া পরিবারগুলিকে উদ্ধারের জন্য রেসকিউ বোট সরবরাহ করা হবে। চিকিৎসা পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়। এছাড়া, ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য শিবির চালু করেছে পাঞ্জাব কিংস।

এর আগে শুভমান গিলও(Shubman Gill) বার্তা দিয়েছিলেন রাজ্যের বন্যায়।তিনি রাজ্যবাসীর জন্য রতের টেস্ট অধিনায়ক লিখেছেন “বন্যায় পঞ্জাবের এই দুর্দশা দেখে মন ভেঙে যাচ্ছে। যে কোনও কঠিন পরিস্থিতিতে পঞ্জাবের মানুষ মনের জোর ধরে রাখে। আমি জানি, এ বারও এই পরিস্থিতি সকলে কাটিয়ে উঠবে। বন্যাদুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। পঞ্জাবের মানুষের পাশে আছি।”

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল। সরকারের তথ্য অনুযায়ী, বন্যা পরিস্থিতিতে পঞ্জাবের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ কঠিন সমস্যার মধ্যে রয়েছেন। ইতিমধ্যেই পঞ্জাবকে বন্যা বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র।

পাঠানকোট, গুরুদাসপুর, ফাজিলকা, কাপুরথলা, তারনতারণ, ফেরোজপুর, হোশিয়ারপুর ও অমৃতসরে ভয়াবহ ক্ষতি হয়েছে। গিলের দিলজিৎ দোসাঞ্জ, অম্মি ভার্ক ও সোনম বাজওয়াওয়ের মতো পাশাপাশি একাধিক চলচ্চিত্র তারকা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...