বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

Date:

Share post:

পঞ্জাব (Punjab) জুড়ে ভয়াবহ বন্যা (Floods)। রাজ্যের কঠিন পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংস (Punjab Kings) টিম ম্যানেজমেন্ট। প্রীতি জিন্টার (Preety Zinta) দলের পক্ষ থেকে ত্রাণ তহবিলে দান করা হয়েছে ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা।

শুধু সমাজ মাধ্যমে বার্তা পোস্ট করা বা ত্রাণ তহবিলে টাকা প্রদান করেই দায়িত্ব সারছে না পঞ্জাব কিংস। মানবিক উদ্যোগও নিয়েছে প্রীতি জিন্টার (Preety Zinta) দল। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে দুর্গতদের কাছে পানীয় জল-সহ ত্রাণসামগ্রী পৌঁছে দিতে শুরু করেছেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি আটকে পড়া পরিবারগুলিকে উদ্ধারের জন্য রেসকিউ বোট সরবরাহ করা হবে। চিকিৎসা পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়। এছাড়া, ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য শিবির চালু করেছে পাঞ্জাব কিংস।

এর আগে শুভমান গিলও(Shubman Gill) বার্তা দিয়েছিলেন রাজ্যের বন্যায়।তিনি রাজ্যবাসীর জন্য রতের টেস্ট অধিনায়ক লিখেছেন “বন্যায় পঞ্জাবের এই দুর্দশা দেখে মন ভেঙে যাচ্ছে। যে কোনও কঠিন পরিস্থিতিতে পঞ্জাবের মানুষ মনের জোর ধরে রাখে। আমি জানি, এ বারও এই পরিস্থিতি সকলে কাটিয়ে উঠবে। বন্যাদুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। পঞ্জাবের মানুষের পাশে আছি।”

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল। সরকারের তথ্য অনুযায়ী, বন্যা পরিস্থিতিতে পঞ্জাবের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ কঠিন সমস্যার মধ্যে রয়েছেন। ইতিমধ্যেই পঞ্জাবকে বন্যা বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র।

পাঠানকোট, গুরুদাসপুর, ফাজিলকা, কাপুরথলা, তারনতারণ, ফেরোজপুর, হোশিয়ারপুর ও অমৃতসরে ভয়াবহ ক্ষতি হয়েছে। গিলের দিলজিৎ দোসাঞ্জ, অম্মি ভার্ক ও সোনম বাজওয়াওয়ের মতো পাশাপাশি একাধিক চলচ্চিত্র তারকা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...