Tuesday, November 18, 2025

ফেসবুকে SLST চাকরি পাইয়ে দেওয়ার টোপ, গ্রেফতার বিজেপি কর্মী

Date:

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন রাজ্যের নিয়োগ ব্যবস্থাকে বিভিন্ন ভাবে বিপথে বিভ্রান্ত করার আশঙ্কা আগেই করেছিল রাজ্য প্রশাসন। এবার বিজেপির সেই চক্রান্ত ফাঁস করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ফেসবুকে এসএলএসটি চাকরি টাকার বিনিময়ে পাইয়ে দেওয়ার টোপ নিয়ে মিথ্যে পোস্ট করে গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের বিজেপি কর্মী অরিন্দম পাল। তাকে গ্রেফতার করে এসএসসি-র পরীক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার প্রক্রিয়াটি তদন্ত করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

এসএসসি নিয়োগের পরীক্ষা রবিবার। তার আগে বিভিন্ন ধরনের ভুয়ো ও প্ররোচনামূলক প্রচার চালানোর আশঙ্কা রাজ্যের শাসকদলের পক্ষ থেকে আগেই করা হয়েছিল। সেই মতো পরীক্ষাকেন্দ্রগুলিকে ও পুলিশ প্রশাসনকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। সেই প্রচেষ্টা যে বিরোধী বিজেপির তরফ থেকে শুরু হয়ে গিয়েছে, এবার তারই চক্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর পুলিশের জালে। কার্যত বিজেপির চক্রান্ত ফাঁস করে দিল রাজ্য পুলিশ।

একটি ফেসবুক পোস্ট তুলে ধরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে দাবি করা হয়, অরিন্দম পাল নামে এক ব্যক্তি এসএলএসটি-র চাকরি ১৪ লক্ষ টাকার বিনিময়ে পাইয়ে দেওয়ার উড়ো ফোন পেয়েছেন। সেখানে পরীক্ষা প্রশ্ন ও উত্তরপত্র পরীক্ষা দুদিন আগে ৫০ হাজার টাকার বিনিময়ে দেওয়ার দাবি করা হয়। ফেসবুক পোস্টের মালিক অরিন্দম পাল নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন। সেই সঙ্গে জানান, ফোনে তাঁকে বলা হয় ইন্টারভিউয়ের সময় ৮ লক্ষ টাকা ও বাকি টাকা চাকরি পাওয়ার পরে দিতে বলা হয়।

আরও পড়ুন: একজোট ভারত-রাশিয়া-চিন: গভীর হতাশা ট্রাম্পের, মন্তব্যে নারাজ বিদেশমন্ত্রক

এই পোস্ট নজরে আসতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পশ্চিম মেদিনীপুর পুলিশ জানতে পারে ওই পোস্ট যিনি করেছিলেন তিনি আদতে পশ্চিম মেদিনীপুরের মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। সেখানেকারই সক্রিয় বিজেপি কর্মী তিনি, পুলিশি জেরায় স্বীকার করেন অভিযুক্ত অরিন্দম পাল। চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুলের বাসিন্দা অরিন্দমকে গ্রেফতার করে রাজ্যের পরীক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার প্রক্রিয়া নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়, সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন – সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করে l ওই ব্যক্তি কে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছেl

Related articles

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...
Exit mobile version