তোলাবাজি! নিজেদের কর্তার বিরুদ্ধেই FIR করল জি মিডিয়া

Date:

Share post:

ফের চাঞ্চল্যকর বিষয় প্রকাশ্যে। জি মিডিয়া (Zee Media) কর্পোরেশন লিমিটেড জয়পুরের অশোকনগর থানায় একটি FIR দায়ের করেছে। চ্যানেল হেড আশিস দাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। কোম্পানির অভিযোগ, আশিস তাঁর পদের অপব্যবহার করে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। ফলে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেছেন। এমতাবস্থায়, ভারতীয় দণ্ডবিধি (BNS), ২০২৩-এর ৩০৮(২), ৩১৮(৪), এবং ৩৫১(২)- ধারার অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) FIR নথিভুক্ত করা হয়।

আশিসকে ২০২৩-এর ২১ মার্চ থেকে জি রাজস্থান এবং জি ২৪ ঘন্টা চ্যানেলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পদে থাকাকালীন, তিনি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল এবং ডিরেক্টোরিয়ালের দায়িত্বে ছিলেন। কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত এবং একাধিক অভিযোগ থেকে খবর, তিনি কোম্পানির অনুমতি ছাড়াই সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।

আরও পড়ুন- ফের মুম্বইয়ে হামলার হুমকি: ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি RDX নিয়ে বাণিজ্য শহরে!

কোম্পানির (Zee Media) অভিযোগ, আশিস বিভিন্ন বিক্রেতা এবং সংস্থার কাছ থেকে অর্থ দাবি করেছেন এবং তাঁর দাবি পূরণ করা না হলে তিনি চ্যানেলে নেতিবাচক এবং ক্ষতিকারক সংবাদ প্রচারের হুমকি দিতেন। FIR-এ আরও বলা হয়েছে যে, তিনি ব্যক্তিগত লাভের জন্য কোম্পানির চ্যানেলগুলি ব্যবহার করেছিলেন। যার মধ্যে হুমকিমূলক কনটেন্টের পাশাপাশি নেতিবাচক এবং মানহানিকর কনটেন্টও সামিল ছিল।

এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে জি মিডিয়া (Zee Media) স্পষ্ট করে জানিয়েছে যে আশিসের এই সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। কোম্পানি কখনই সেগুলির অনুমোদন বা সমর্থন করেনি। পাশাপাশি সংস্থার তরফে বলা হয়েছে, এহেন কাজ তাদের বিশ্বাসযোগ্যতা থেকে শুরু করে সততা এবং সুনামের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আশিসের বিরুদ্ধে অভিযোগ তুলেই জি ২৪ ঘন্টা ছাড়ার সিদ্ধান্ত নেন সাংবাদিক মৌপিয়া নন্দী।

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

শতাধিক সফল পাইলটের জীবন নিয়ে বিদায় মিগ-২১, এবার স্থান যাদুঘরে

ভারতের বিমান বাহিনীর ইতিহাসে স্বর্ণাভ অধ্যায় আনার কথা ছিল যুদ্ধ বিমান মিগ-২১ (MiG 21) এর। বহু ভারতীয় পাইলট...

লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

প্রথমবার নিজেদের দাবির জন্য রাজধানী লেহ শহর কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল লাদাখের যুব সমাজ। আর তাতেই চলেছে গুলি। মৃত্যু...

ট্রেন থেকে সফল উৎক্ষেপণ, সেনার হাতে নতুন প্রজন্মের ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র 

দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হল। ভারতীয় সেনার ভাণ্ডারে যুক্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র।...

ভোটার তালিকা নিয়ে জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা, চালু হল আধার-ভিত্তিক ই-সাইন যাচাই 

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ভুয়ো আবেদন ঘিরে দীর্ঘ বিতর্কের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন...