মালদহে দেব-ঝড়, ‘রঘু ডাকাত’ প্রমোশনে বাঁধভাঙা উচ্ছ্বাস জেলা জুড়ে

Date:

Share post:

দিনে দুপুরে মালদহে রঘু ডাকাত! আর তাঁকে দেখতে কচি থেকে বৃদ্ধ সব বয়সীদের উপচে পড়া ভিড়। তীব্র গরম আর চড়া রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সার্থক মেগাস্টারের (Dev) একঝলক দর্শনে।

শনিবার ইংরেজবাজার শহরের বৃন্দাবনী ময়দানের মঞ্চে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস (Dev Entertainment Venchers) ও SVF প্রযোজিত ধ্রুব বন্দোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার গান লঞ্চ থেকে প্রমোশন সবটাই মেগা ইভেন্টের আকার নিল।

রঘু ডাকাত লেখা কালো টিশার্ট পরে শহরে হাজির দেব (Dev), সঙ্গে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল। তাঁদের দেখা মিলতেই কখনও সেলফির আবার কখনও অটোগ্রাফের দাবি উঠল দর্শক আসন থেকে। ভক্তদের উচ্ছ্বাসে গোটা ময়দান ততক্ষণে উৎসবের আকার নিয়েছে।

এদিন রঘু ডাকাতের মেগা ইভেন্টে উপস্থিত ছিলেন মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস এবং জেলার একাধিক জনপ্রতিনিধি। মঞ্চ থেকে দেব (Dev) দর্শকদের উদ্দেশে জানালেন, “আগে ‘খাদান’ সিনেমার প্রচারে মালদহে এসেছিলাম। তখন এখানকার মানুষ আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। আশা করি, রঘু ডাকাতের ক্ষেত্রেও মালদহের মানুষ সেই ভালবাসা ও আশীর্বাদ দেবেন। এই মাটি ও মানুষ আমার কাছে খুব কাছের। এখানে আসতে সবসময় ভীষণ আনন্দ হয়।” মালদহের আকাশ জুড়ে তখন একটাই ধ্বনি, ” শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত”। এক গাল হাসি সাংসদ-অভিনেতার মুখে। বাংলার বুকে এভাবেই বাংলা ছবি আর বাঙালি অভিনেতার জয়জয়কার চলতে থাকুক। পুজোয় আসছে ‘রঘু ডাকাত’।

 

spot_img

Related articles

জুবিনের মৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার ম্যানেজার ও আয়োজক

সিঙ্গাপুরে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু স্বাভাবিক নয়। দাবি তুলেছিলেন গায়কের পরিবার এবং তাঁর ভক্ত-সমর্থকেরা। অনুরাগীরা সন্তুষ্ট ছিলেন...

প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Chhannulal Mishra)। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

পরনে লাল শাড়ি- গলায় সোনার গয়না, চণ্ডীপাঠে মগ্ন অপরাজিতা

তারকাদের পুজো সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় (social media)যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখন তার থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে...