Monday, December 8, 2025

বেওয়ারিশ বন্দুকের আড়ালেই চলত দাঁ ব্রাদার্সের রমরমা, গ্রেফতার তিন 

Date:

বয়স ৪০ কিংবা ৭০ বছর—এমনই বিরল সব বন্দুক পৌঁছে যাচ্ছিল অপরাধীদের হাতে। ডালহৌসির শতাব্দীপ্রাচীন দাঁ বন্দুক বিপণির আড়ালে চলছিল এই অবৈধ কারবার। শুক্রবার দোকানের মালিক তিন ভাইকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো বন্দুকের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেগুলি দাবিদারহীন অবস্থায় পড়ে থাকত। বিদেশি ব্র্যান্ডের বিরল অস্ত্রও ছিল তার মধ্যে। সেগুলিকেই জাল নথি বানিয়ে দাঁ ব্রাদার্স চড়া দামে বিক্রি করত অপরাধীদের কাছে। বৈধ ব্যবসার আড়ালে বছরের পর বছর চলেছে এই গোপন লেনদেন।

ইতিমধ্যেই এসটিএফ-এর হাতে উদ্ধার হয়েছে বিরল ৪১টি বন্দুক। কোনওটিরই বৈধ কাগজপত্র নেই। এই দোকান থেকে কত অস্ত্র পাচার হয়েছে এবং সেগুলি কারা হাতে পেয়েছে, তার খোঁজ চলছে। পুলিশের আশঙ্কা, অপরাধ জগতের বড় চক্রের সঙ্গেও যুক্ত থাকতে পারে এই কারবার।

প্রায় তিন সপ্তাহ আগে খড়দহের রিজেন্ট পার্কের একটি আবাসন থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। তারই তদন্তে দাঁ ব্রাদার্সের নাম সামনে আসে। এর আগে কানিংয়ের জীবনতলা থেকেও অস্ত্র উদ্ধারে এই দোকানের নাম জড়িয়েছিল। এমনকি অবৈধ লেনদেনের অভিযোগে একবার দোকানটি সিলও করা হয়েছিল।

জেরায় ধৃতদের স্বীকারোক্তি, অনেকেই ব্যবহারের জন্য নয়, সাজিয়ে রাখার উদ্দেশ্যে বিরল বন্দুক কিনতেন চোরাপথে। আইন অনুযায়ী, কোনও অস্ত্রের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হলে তা পুলিশ, সেনার অস্ত্রাগার কিংবা বৈধ অস্ত্র বিপণিতে জমা দেওয়ার কথা। কিন্তু বহু ক্ষেত্রেই মালিকের বংশধররা অস্ত্র ফেরত নেন না। আর সেখানেই বেওয়ারিশ বন্দুক হয়ে উঠছিল পাচারের প্রধান হাতিয়ার।

আরও পড়ুন –

Related articles

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন...

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...
Exit mobile version