মেরামতি এবং রাস্তার কাজের জন্য গত দুই রবিবার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)ও কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway)। ঘুরপথে যান চলাচল করছিল। কিন্তু রবিবার রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রথম দফার পরীক্ষা (SSC exam) থাকার কারণে পরীক্ষার্থীদের সমস্যা এড়াতে এই দুই সেতুই খোলা থাকছে বলে জানা গেছে। সকাল থেকে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল শুরু হয়েছে।

সুপ্রিম নির্দেশে আজ রাজ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার (নবম-দশম) সিলেকশন টেস্টে অংশগ্রহণ করছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর প্রশাসন ও কমিশন। পরিবহন দফতরের তরফে পরীক্ষার্থীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। গত দুই সপ্তাহে রবিবার গুলোতে বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) কেবল মেরামতির কাজ চলার কারণে ভোর ৪টে থেকে রাত সা়ড়ে ৯টা পর্যন্ত সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছিল যান চলাচল। কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর জন্য বিম বসানোর কাজ চলছে। তাই রবিবার করে রাস্তা বন্ধ রাখা হচ্ছিল। তবে সেই সিদ্ধান্ত আজ কার্যকর থাকছে না। এই দুই সেতু দিয়েই সকাল থেকে বাস ও সাধারণ গাড়ি চলাচল করছে বলেই খবর।

–

–

–

–

–
–
–

–
–