Saturday, November 15, 2025

শ্রীলঙ্কা-বাংলাদেশের পরে নেপাল! একই কায়দায় আন্দোলন, গণ অভ্যুত্থানের আশঙ্কায় ওলি সরকার

Date:

Share post:

ভারতের প্রতিবেশী ৩ দেশ- শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল (Nepal)। প্রথম দুটিতে গণঅভ্যুত্থান হয়েছে ইতিমধ্যেই। এবার নেপালে আছড়ে পড়েছে জনরোষ। ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করার নির্দেশকে সামনে রেখে তার প্রতিবাদে ওলি সরকারের বিরোধিতায় নেমেছে যুব সমাজ। গুলি চলছে। প্রাণহানি ঘটছে। বাড়ছে মৃতের সংখ্যা। শতাধিক আহত। সেদেশেও গণ অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

২০২২- শ্রীলঙ্কায় (Shrilanka) গণঅভ্যুত্থান। তুমুল বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে লুঠ, ভাঙচুর বিক্ষোভকারীদের। তীব্র মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অব্যবস্থা, বিদ্যুৎবিভ্রাট থেকে জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি- এইসহ কারণে একাধিক সঙ্কট দেখা দেয় শ্রীলঙ্কায়। তারই বিরোধিতায় গণঅভ্যুত্থান। ক্ষমতাচ্যুত হয় গোঠাভয় রাজাপক্ষ সরকার।

২০২৪- বাংলাদেশে (Bangladesh) ‘জুলাই বিপ্লব’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে তাঁর বাড়িতে ঢুকে লুটপাট নাগরিকদের। প্রাক্তন প্রধানমন্ত্রীর খাটে শুয়ে ছবি, ভিডিও পোস্ট। মূলত ছাত্র আন্দোলনকে সামনে রেখেই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখা হাসিনা নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকার। আন্দোলনের নেপথ্যে মূল কারণ ছিল সরকারি চাকরিতে কোটা।

২০২৫- সেপ্টেম্বরের ৮ তারিখ। স্যোশাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে তুমুল বিক্ষোভ নেপালের (Nepal) কাঠমাণ্ডুতে। বিক্ষোভকারী বেশিরভাগই তরুণ প্রজন্ম। সংসদ ভবনে ঢুকে পড়ে তারা। সেখানে ঢুকে ভাঙচুর চালান আন্দোলনকারীরা। দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। সংসদ ভবনে আগুনও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সংসদ ভবনের কারিডর থেকে ছাদ- সবত্র দখল নেয় প্রতিবাদীরা। সূত্রের খবর, হামলার জেরে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হয়েছে।

দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই নেপালের ওলি সরকারের বিরুদ্ধে। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় সেই আগুন ঘি পড়ে। এদিন হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। তাঁদের মধ্যে বেশিরভাগই তরুণ প্রজন্ম।   সংসদ ভবন-সহ প্রশাসনিক এলাকায় ও সরকারি ভবনে ঢুকে পড়েন প্রতিবাদীরা। ব্যারিকেড ভাঙলে পুলিশ লাঠি চালায়। ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ১৪ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রবার বুলেটও ছোড়া হয়। আহত শতাধিক। কাঠমান্ডুতে কার্ফু জারি করা হয়েছে।

সংসদ ভবনে হামলার পরে একাধিক সরকারি ভবনে নিরাপত্তা বাড়িয়েছে নেপাল প্রশাসন। রাষ্ট্রপতির বাসভবন, লেইনচৌরে উপরাষ্ট্রপতির বাসভবন, বালুওয়াটারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্ঠনী করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, দুপুর সাড়ে বারোটা থেকে রাত দশটা অবধি কারফিউ জারি কাঠমাণ্ডুতে। তবে সেসব উপেক্ষা করেই রাস্তায় আন্দোলনকারীরা।

এবার শ্রীলঙ্কা-বাংলাদেশের মতো নেপালে গণ অভ্যুত্থান ঘটলেও আশ্চর্য কিছু নেই- মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে ওলি সরকারের বিরুদ্ধে। সোশাল মিডিয়া নিষিদ্ধ করে কৌশলে বিদ্রোহ দমনের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ সরকারের বিরুদ্ধে। তার তাতেই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তীব্র আন্দোলনের ঝড় উঠেছে পার্বত্য রাষ্ট্রে। প্রতিবেশী দেশের বিক্ষোভের দিকে নজর রেখেছে ভারত। জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এখন এই বিক্ষোভ ওলি সরকার সামলাতে পারে কি না সেটাই দেখার।

spot_img

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...