একবছরে তৃতীয়বার বিদেশ যাত্রার অনুমতি পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর আবেদনের ভিত্তিতে সোমবার লন্ডন (London) ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। কিছু সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে সফরের জন্য অনুমতি চেয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। CH কোর্টে তাদের রিপোর্টে জানায় কুণাল সবসময়ই নিয়ম মেনে চলেন। এদিন কুণালকে আবার বিদেশ সফরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ।

সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে অক্টোবরেই লন্ডন ও আয়ারল্যান্ডে যাওয়ার কথা কুণালের। সেই সংক্রান্ত অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবী অয়ন। সিবিআই আদালতে একটি রিপোর্ট জমা দেয়। সেখানে বলা হয়, কুণাল ঘোষ সবসময়ই নিয়ম মেনে চলেন। সবদিক খতিয়ে দেখে বিচারপতি ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ সফরের অনুমতি দেন।

এর আগে এই বছরেই দুবার লন্ডন গিয়েছেন কুণাল (Kunal Ghosh)। একবার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে। একবার সংবাদ প্রতিদিন আয়োজিত বঙ্গ সংস্কৃতির অনুষ্ঠানে। এবার সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে রাজার দেশে যাবেন তিনি। আগের সফরগুলির মতো শর্ত একই থাকছে। কুণাল ৫ লক্ষ টাকার বন্ড জমা রাখেন কোর্টে। তিনি ফেরার পর সেটি আবার ফেরত পেয়ে যান।
