বাংলার একজনও বৈধ ভোটারদের গায়ে হাত পড়লে দিল্লি ঘেরাও

Date:

Share post:

একজন বৈধ ভোটারের গায়ে হাত পড়লে, এক লক্ষ তৃণমূলকর্মী দিল্লিতে নির্বাচন অফিস ঘেরাও করবে। ডোরিনা ক্রসিংয়ের প্রতিবাদ মঞ্চ থেকে সাফ কথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বৃহস্পতিবার ধরণামঞ্চের নেতৃত্ব দেয় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস। বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে কড়া ভাষায় তৃণমূল সতর্ক করেছে বিজেপি রাজ্যগুলিকে। বিজেপিকে কটাক্ষ করে উত্তর কলকাতার নেতৃত্ব বলেন, বিজেপি রাজনীতিতে না পেরে আর্থিক বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতেও রুখতে না পেরে এবার বাংলাভাষীদের উপর আক্রমণ শুরু হয়েছে। বাংলাও এই অসভ্যতার শেষ দেখে ছাড়বে। উচিত শিক্ষা দেবে। এদিনের সভায় ছিলেন পরেশ পাল, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, চিনু বিশ্বাস, প্রিয়াল চৌধুরী, অলকানন্দা দাস, অয়ন চক্রবর্তী, শচীন সিং, পবিত্র বিশ্বাস, প্রিয়ঙ্ক পাণ্ডে, পাপিয়া বিশ্বাস, সোহিনী মুখোপাধ্যায় প্রমুখ।

ভুয়ো ভোটার প্রসঙ্গ তুলে কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার বাদ দেওয়ার পক্ষে। কারণ, কমিশন অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই কারচুপি প্রথম ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন কী করছিল? কিন্তু বাংলার কোনও বৈধ ভোটারের গায়ে হাত পড়তে দেবে না তৃণমূল। এবার ওরা শিকড় ধরে টান দিচ্ছে। বলছে বাবা-মায়ের জন্মপঞ্জি দেখাতে হবে। তৃণমূলের প্রশ্ন, প্রধানমন্ত্রী তাঁর বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন?

আরও পড়ুন-প্রমাণ দিতে না পারায় রণে ভঙ্গ, সময় চাওয়ার কৌশল আরজি করের মৃতার বাবা-মার 

বাংলার মানুষ অন্য রাজ্য কাজ করতে যান বলে বিরোধীরা প্রশ্ন তোলে। ভাষাসন্ত্রাসের প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলের জবাব, বাংলা থেকে যদি ২২ লক্ষ বাইরে কাজ করতে যায়, তাহলে জেনে রাখুন অন্য রাজ্যের দেড় কোটি মানুষ এ রাজ্যে রয়েছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষায় ১০% পরীক্ষার্থী ভিনরাজ্যের, যার মধ্যে ৯৫% বিজেপি রাজ্যের। ওরাই এসে বলেছে ওইসব রাজ্যে কাজ নেই, চাকরি নেই। কুণাল বলেন, জেনে রাখুন বাংলার মানুষই বিজেপির কুৎসা, নোংরা রাজনীতি আর ভাষাসন্ত্রাসের জবান দেবেন। ২০২৬ সালে কম করে ২৫০ আসনে জিতে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

_

_

_

_

_

_

spot_img

Related articles

দুর্গাপুজোর সূচনা উদযাপনে জমজমাট সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের আগমনী অনুষ্ঠান

উৎসবের মরশুমের সূচনায় সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘আগমনী ২০২৫’-এর অনুষ্ঠান জমে উঠল সাউথ সিটি মলে।...

এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: তৃতীয়লিঙ্গ সম্প্রদায়কে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান সিসিআই লজিস্টিকসের

দুর্গাপুজোর আগে ভিন্নধর্মী উদ্যোগ নিল সিসিআই লজিস্টিকস। ‘এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: অন্তর্ভুক্তির উৎসব’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে...

আইনজীবীর বাড়ির সামনে দুষ্কৃতীদের তাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ

বুধবার রাতে নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা আইনজীবী ও ৯৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যুব সভাপতি দীপায়ন ঘোষের বাড়ির সামনে...

সফটওয়্যার সমস্যায় সকাল সকাল গ্রিনলাইনে ব্যাহত মেট্রো পরিষেবা, হচ্ছেটা কী?

বৃহস্পতির সকালে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service interrupted)। ঘড়ির কাঁটায় সওয়া দশটা নাগাদ সফটওয়্যার সমস্যার সূত্রপাতে যাত্রী...