Tuesday, December 9, 2025

বাংলার একজনও বৈধ ভোটারদের গায়ে হাত পড়লে দিল্লি ঘেরাও

Date:

Share post:

একজন বৈধ ভোটারের গায়ে হাত পড়লে, এক লক্ষ তৃণমূলকর্মী দিল্লিতে নির্বাচন অফিস ঘেরাও করবে। ডোরিনা ক্রসিংয়ের প্রতিবাদ মঞ্চ থেকে সাফ কথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বৃহস্পতিবার ধরণামঞ্চের নেতৃত্ব দেয় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস। বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে কড়া ভাষায় তৃণমূল সতর্ক করেছে বিজেপি রাজ্যগুলিকে। বিজেপিকে কটাক্ষ করে উত্তর কলকাতার নেতৃত্ব বলেন, বিজেপি রাজনীতিতে না পেরে আর্থিক বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতেও রুখতে না পেরে এবার বাংলাভাষীদের উপর আক্রমণ শুরু হয়েছে। বাংলাও এই অসভ্যতার শেষ দেখে ছাড়বে। উচিত শিক্ষা দেবে। এদিনের সভায় ছিলেন পরেশ পাল, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, চিনু বিশ্বাস, প্রিয়াল চৌধুরী, অলকানন্দা দাস, অয়ন চক্রবর্তী, শচীন সিং, পবিত্র বিশ্বাস, প্রিয়ঙ্ক পাণ্ডে, পাপিয়া বিশ্বাস, সোহিনী মুখোপাধ্যায় প্রমুখ।

ভুয়ো ভোটার প্রসঙ্গ তুলে কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার বাদ দেওয়ার পক্ষে। কারণ, কমিশন অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই কারচুপি প্রথম ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন কী করছিল? কিন্তু বাংলার কোনও বৈধ ভোটারের গায়ে হাত পড়তে দেবে না তৃণমূল। এবার ওরা শিকড় ধরে টান দিচ্ছে। বলছে বাবা-মায়ের জন্মপঞ্জি দেখাতে হবে। তৃণমূলের প্রশ্ন, প্রধানমন্ত্রী তাঁর বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন?

আরও পড়ুন-প্রমাণ দিতে না পারায় রণে ভঙ্গ, সময় চাওয়ার কৌশল আরজি করের মৃতার বাবা-মার 

বাংলার মানুষ অন্য রাজ্য কাজ করতে যান বলে বিরোধীরা প্রশ্ন তোলে। ভাষাসন্ত্রাসের প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলের জবাব, বাংলা থেকে যদি ২২ লক্ষ বাইরে কাজ করতে যায়, তাহলে জেনে রাখুন অন্য রাজ্যের দেড় কোটি মানুষ এ রাজ্যে রয়েছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষায় ১০% পরীক্ষার্থী ভিনরাজ্যের, যার মধ্যে ৯৫% বিজেপি রাজ্যের। ওরাই এসে বলেছে ওইসব রাজ্যে কাজ নেই, চাকরি নেই। কুণাল বলেন, জেনে রাখুন বাংলার মানুষই বিজেপির কুৎসা, নোংরা রাজনীতি আর ভাষাসন্ত্রাসের জবান দেবেন। ২০২৬ সালে কম করে ২৫০ আসনে জিতে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

_

_

_

_

_

_

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...