Wednesday, December 10, 2025

পাকিস্তান ম্যাচে খেলবেন কারা? আমিরশাহিকে হারিয়ে আভাস দিলেন সূর্য

Date:

Share post:

এশিয়া কাপের ( Asia Cup) প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) হারিয়েছে ভারত।  আগামী ১৪ সেপ্টেম্বর মেগা ম্যাচ। ফলে সেই ম্যাচ নিয়েই চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কারা খেলবেন ভারতীয় দলে সেই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক সূ্র্যকুমার যাদব (Surya Kumar Yadav)।

প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করেছেন কুলদীপ যাদব। বল হাতে চার উইকেট নিয়েছেন, একটি্ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী।  ফলে মরুদেশের পিচ যে স্পিনারদের স্বর্গরাজ্য হবে সেটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও স্পিনারদেরই প্রাধান্য দেওয়া হবে সেটা স্পষ্ট।

আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার  যাদব বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল। এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে।   পিচ প্রায় একই রকম রয়েছে। এখানে গরম যেমন আছে তেমনই পিচও মন্থর।  স্পিনারেরা যে বাড়তি সুবিধা পাবে সেটা আমরা জানতাম তাই আমরা স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল ভালই বোলিং করেছেন। তাঁদের যোগ্য সহায়তা করেছেন  বুমরাহ, হার্দিক ও শিবম দুবেরাও। আগামী ম্যাচ গুলোতেও আমরা একই কম্বিনেশন বজায় রাখতে পারি।’’

পাশাপাশি স্পোর্টসম্যান স্পিরিটের নয়া নজির রাখলেন অধিনায়ক সূর্য। ভারতীয় বোলিংয়ের শেষ দিকে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি আমিরশাহির ব্যাটার জুনেইদ সিদ্দিকি। বল হাতেই পেয়েই কা সোজা উইকেটে ছোড়েন সঞ্জু। তিনি আবেদন করেন সঞ্জু। রিপ্লেতে দেখা যায়, বল যখন উইকেটে লেগেছে তখন জুনেইদ ক্রিজের বাইরে।

তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু সূর্যকুমার আম্পায়ারের সঙ্গে কথা বলে আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বলেন। আবার ব্যাট করার সুযোগ পান জুনেইদ সিদ্দিকি।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে জোর টক্কর সঞ্জীব গোয়েঙ্কার দলের, ফলাফল ১-১

আসলে শিবমের বল করার আগেই তাঁর রুমাল পড়ে গিয়েছিল নিয়ম মতো বলটা ডেড হওয়ার কথা সেটা সূর্যের নজর এড়ায়নি তাই আম্পায়র আউট দিলেও সূর্য কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলেন.

spot_img

Related articles

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে...

দুর্গাপুজোর পর এবার দীপাবলি! এবার ইউনেসকোর হেরিটেজ তালিকায় আলোর উৎসব 

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা রাজ্য সরকারের প্রচেষ্টার ফল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের...

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা...