শুক্রবার সকালে রাজধানীতে বোমাতঙ্ক। এবার বিস্ফোরণে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) উড়িয়ে দেওয়ার হুমকি! ইমেইল পাওয়ার পরই গোটা আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে দিল্লি পুলিশ (Delhi police) ও বম্ব স্কোয়াড পৌঁছেছে। এদিন এজলাসে শুনানি শুরু হতেই হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল মারফত হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারপতিসহ বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুমের বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরাও।

দিল্লি পুলিশ সূত্রে (Delhi police) জানা গেছে, হুমকি ইমেইলের সাবজেক্ট হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর দুটোর পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। আপাতত দিল্লি হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ।

–

–

–

–

–

–

–

–
–