মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই শুরু দুর্গা পুজো (Durga Pujo)। কিন্তু বিগত কয়েক মাস ধরেই টানা বর্ষা হয়েছে। ফলে কলকাতার একাধিক রাস্তার অবস্থাই খারাপ হয়েছে। পুজোর আগে শহরের সেতু ও রাস্তাঘাট মেরামত এবং পরিবহণ ব্যবস্থায় জোর দিয়েছে প্রশাসন।

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র পক্ষ থেকে (কেএমডিএ)(KMDA) জানানো হয়েছে , ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সেতুর সংস্কার শেষ হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের কাজ শেষও শেষ হয়েছে। শুরু হয়েছে শিয়ালদহ উড়ালপুলের মেরামতির কাজ।

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শিয়ালদহ উড়ালপুলের উপরে বিটুমিনাস ম্যাক্যাডামের ৫০ মিমি স্তর বসানো হচ্ছে। তার উপর আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর দেওয়া হবে। কেএমডিএ-র আশা, আগামী সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে।

শুধু শিয়ালদহ নয়, শহরের আরও কয়েকটি উড়ালপুলের মেরামতির কাজও সম্পন্ন হয়েছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র্যাম্প, জিরাট ব্রিজ, জীবনানন্দ সেতু এবং বাঘাযতীন রেল ওভারব্রিজের সংস্কারকাজ শেষ হয়েছে। একইসঙ্গে উড়ালপুলগুলির রেলিংয়ে নতুন রংয়ের প্রলেপও দেওয়া হচ্ছে।

কলকাতার পাশের শহর হাওড়াতেও চলছে রাস্তাঘাট সংস্কার। দুই চাকার যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের মেরামতির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। যদিও আরও কিছু রাস্তা মেরামতির কাজ শুরুর জন্য আর্থিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নলহাটির পাথরখাদানে ধসে মৃত্যু ৬ শ্রমিকের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

অন্যদিকে, নাগরিকদের কেনাকাটা ও ঠাকুর দেখার সহজ করতে পরিবহণ দফতরচালু করতে চলেছে শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা । পুজোর আগে প্রায় ১৫ দিন ধরে শনিবার, রবিবার-সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই পরিষেবা। পাশাপাশি পঞ্চমী থেকে নবমী পর্যন্ত বিশেষ নাইট বাসও নামানো হবে। সেতু সংস্কার ও অতিরিক্ত বাস পরিষেবার ফলে উৎসবের দিনগুলোতে শহরবাসীর যাতায়াত নির্বিঘ্ন হবে।

–

–

–
–