Monday, November 17, 2025

সেনার মঞ্চ আদতে বিজেপির বক্তৃতার জায়গা: শুভেন্দুকে আদালতের ভর্ৎসনায় সেটাই প্রমাণিত

Date:

বিজেপির কোন পদাধিকারী সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের মঞ্চে থাকতে পারবেন না, এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সটান হাজির সেই মঞ্চে। বিরোধী দলনেতার এই আচরণ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই তীব্র ভর্ৎসনার মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আদতে শুভেন্দুর এই আচরণে সেনাবাহিনীর (Indian Army) মঞ্চ যে বিজেপিরই মঞ্চ, তাই প্রমাণিত হল, কটাক্ষ শাসক দল তৃণমূলের।

মেয়ো রোডে প্রাক্তন সেনা আধিকারিকরা যে মঞ্চ করার অনুমতি চেয়েছিলেন তাতে শর্ত দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর সেই শর্তই ছিল বিজেপির কোনও পদাধিকারী ওই কর্মসূচিতে থাকতে পারবেন না। ঠিক সেই শর্তটি ভেঙে ছিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে শুভেন্দুর আদালত অবমাননার এই পদক্ষেপের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই শুক্রবার বিরোধী দলনেতাকে তীব্র ভর্ৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আদালতের পর্যবেক্ষণ, ভবিষ্যতে আদালতের নির্দেশ অবমাননা (contempt of court) করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: এসএসসি মামলায় চার্জগঠন আদালতে: ‘অসহায়’, ‘প্রতিহিংসার রাজনীতি’র দাবি পার্থর

প্রাক্তন সেনা আধিকারিকদের ছদ্মবেশে আদতে যে বিজেপিই বাংলার ভাষা আন্দোলনের বিরোধিতা করতে মেয়ো রোডে মঞ্চ বেঁধেছিল, তাই-ই প্রমাণিত হয়েছে শুভেন্দুর আচরণে। এই দাবি জানিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মহামান্য আদালত যদি তাদের ভিতরের অবস্থাটা অনুমান আগেই করতেন। বিজেপি নেতারা এই ধরনের মঞ্চে যাচ্ছেন, সে তো জানা কথা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনা নামিয়ে খুলিয়ে দেওয়া হল। সেখানে অবসরপ্রাপ্ত সেনা (ex-Army) বলে একাংশ এবং মঞ্চের সামনে যারা ছিল সবাই দেখেছেন। অবসরপ্রাপ্ত সেনার নামে রাজনৈতিক মঞ্চ করে বিজেপির নেতাদের বক্তৃতার মঞ্চ করে দেওয়া হয়েছে। ওরা গিয়ে একটাই জিনিস প্রমাণ করে দিয়েছে – তৃণমূল এতদিন যা বলছিল সেটা সত্যি। সেটাই প্রমাণিত হল।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version