পুজোর পরেই রাজ্যে SIR। নিশ্চিত করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। ওই বৈঠকেই ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হবে।

শুধু বৈঠক নয়, জ্ঞানেশ ভারতী কয়েকটি জেলায় সরোজমিনে গিয়ে প্রস্তুতি পর্যালোচনাও করবেন। ২০ সেপ্টেম্বর তিনি দিল্লি ফিরে যাবেন। কমিশন সূত্রে স্পষ্ট, দুর্গাপুজোর পরেই রাজ্যে শুরু হবে এসআইআর।

গত কয়েকদিন ধরে শাসকদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, রাজ্যে আপাতত SIR হচ্ছে না। সেই জল্পনা কার্যত খারিজ করে দিয়েছে কমিশনের এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, ২৩ বছর পর ফের বিশেষ সারসংকলন রিভিশন হতে চলেছে বাংলায়। যাতে রাজ্যের মানুষের উৎসবের আনন্দে কোনও বিঘ্ন না ঘটে, তাই লক্ষ্মীপুজোর পরেই প্রকাশিত হবে এসআইআরের নির্ঘণ্ট।

–

–

–

–

–

–

–