জীবন বীমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের ফলে রাজ্যের প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। সোমবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ক্ষতির জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। শুধু স্বাস্থ্য বিমাতেই রাজ্যের ক্ষতি হবে ১০ হাজার কোটির বেশি।
তবে মুখ্যমন্ত্রী মনে করান, সাধারণ মানুষের স্বার্থে জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি প্রথম পশ্চিমবঙ্গই জিএসটি কাউন্সিলে তুলেছিল। তাঁর কথায়, “আমরা চাই সাধারণ মানুষের চিকিৎসা আরও সহজ হোক। রাজস্ব ক্ষতি হলেও মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”
এদিনই মুখ্যমন্ত্রী জানান, গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে রাজ্যের বরাদ্দ ছ’গুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে প্রথম রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু হয় সোমবারই। পাশাপাশি ২১৭ কোটি টাকার মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আধুনিক ক্যান্সার হাসপাতাল গড়ার কাজও শুরু হয়েছে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজস্ব ক্ষতির শঙ্কা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য বিমায় জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
আরও পড়ুন – বিশেষ নিবিড় সংশোধনীতে বাড়তি কর্মী চাইলো মুখ্য নির্বাচনী দফতর, চিঠি কমিশনকে
_
_
_
_
_
_
