Monday, November 10, 2025

জমি লেনদেনে টাকার খেলা: অসম IAS-এর উপর ধর্মীয় রঙ হিমন্তের

Date:

বাড়িতেই রাখা ছিল ৯২.৫০ লক্ষ টাকা নগদ। সোনার গয়না প্রায় ১ কোটির টাকার। অসমের আইএএস আধিকারিক (IAS officer) নূপুর বোরার বাড়ি থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধারের পর প্রকাশ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। বেআইনি জমি হস্তান্তর করানোর চক্র ফাঁস হতেই রাজ্যের আধিকারিকের উপর জমি হস্তান্তর নিয়ে ধর্মীয় রঙ লাগিয়ে পাশ কাটানোর চেষ্টায় তৎপর অসমের বিজেপি প্রশাসন।

বেআইনি জমি হস্তান্তর অসমে যে একটা বড় ইস্যু তা প্রমাণিত হয়েছিল আদালত পর্যন্ত মামলা গড়ানোতেই। বেআইনিভাবে জমি হস্তান্তরিত হলে তাতে সরকারি আধিকারিকদেরও হাত থাকবে, বলাই বাহুল্য। সেই সংক্রান্ত মামলায় বরপেটা (Barpeta) জেলার সার্কেল অফিসের আধিকারিকদের জমি জালিয়াতির পর্দাফাঁস হয় গুয়াহাটিতে একটি তল্লাশি অভিযানে। মূল অভিযুক্ত তৎকালীন বরপেটার সার্কেল অফিসার নূপুর বোরা (Nupur Borah)।

অসমের বিশেষ দুর্নীতি বিরোধী তদন্তকারী শাখার আধিকারিকরা গুয়াহাটিতে আইএএস আধিকারিক নূপুর বোরার বাড়িতে তল্লাশি চালিয়েই ২ কোটি টাকা নগদ ও গয়না উদ্ধার হয়েছে। একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০লক্ষ নগদ। নূপুরের পাশাপাশি বরপেটার সেই দফতরের আরেক কর্মী লাল মণ্ডল সুরজিৎ ডেকার বাড়িতেও তল্লাশি চালানো হয়। বরপেটার (Barpeta) বাসিন্দা এই কর্মী বেআইনিভাবে জমি কেনাতে অভিযুক্ত ছিলেন। ঘটনায় নূপুর (Nupur Borah) ও ডেকাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দায়ের খুনের অভিযোগ, যাদবপুরে তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দারা

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, টাকা নিয়ে জমির পঞ্জি থেকে নাম বাদ বা নাম ঢোকানোর কাজ করতেন তাঁরা। জমির গুরুত্ব অনুযায়ী দেড় হাজার টাকা থেকে ২ লক্ষ পর্যন্ত ঘুষ দিতে হত। ভূমি দফতরের এই দুর্নীতি প্রকাশ্যে চলে এসে সরকারের মুখোশ খুলে দেওয়ার পরই মাঠে নামেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেন, আইএএস নূপুর বোরা হিন্দু সম্প্রদায়ের জমি অন্য সম্প্রদায়কে হস্তান্তরিত করে দেওয়ায় অভিযুক্ত ছিলেন। তাই ছয়মাস ধরে তিনি তদন্তের আওতায় ছিলেন। বাস্তবে বরপেটার গোটা দফতরই যে ঘুষ নিয়ে জমি হস্তান্তরে জড়িত, সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এবার ধর্মের রঙ জুড়তে ব্যস্ত অসমের বিজেপি প্রশাসন।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version