Monday, November 17, 2025

দেশের মানুষ আরও বেশি করে শ্রমজীবী হচ্ছে: প্রকাশ কেন্দ্রের রিপোর্টে

Date:

দেশের শ্রমিকের সংখ্যা ক্রমশ বাড়ার ইঙ্গিত কেন্দ্র সরকারের রিপোর্টে। কেন্দ্রের সরকারের সুষ্ঠু কৃষিনীতি নেই। জিএসটির (GST) ভারে ব্যবসা-বিমুখ দেশের যুব সমাজ। কেন্দ্রের সরকার তথা ডবল ইঞ্জিন (double engine) সরকারগুলিতে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধের ছবি স্পষ্ট। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থা থেকে কলকারখানাই দেশের মানুষের চাকরির ভরসা। ঠিক সেটাই প্রতিফলিত হল কেন্দ্রীয় শ্রম দফতরের পরিসংখ্যানে। পুরুষ থেকে মহিলা, সব লিঙ্গেই গ্রাম থেকে শহরে সংস্থায় নিযুক্ত হয়ে কর্মী হওয়ার সংখ্যা বাড়ল গোটা দেশে।

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে যেখানে ৫.২ শতাংশ দেশবাসী কোনও সংস্থায় নিযুক্ত না হওয়া অবস্থায় ছিলেন (unemployed), সেই সংখ্যা অগাস্টে বেড়ে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। অর্থাৎ নিয়োগ না হওয়ার সংখ্যা কমেছে। এর মধ্যে পুরুষের নিয়োগ না হওয়ার পরিমাণ জুলাইয়ের ৬.৬ শতাংশ থেকে কমেছে ৫.০ শতাংশে।

আরও পড়ুন: কোথায় অস্ত্র নামিয়ে রাখা! মাওবাদীরা ফের খুন করল সাধারণ গ্রামবাসীকে

পুরুষদের পাশাপাশি মহিলারাও যে ঘর ছেড়ে কাজে যোগ দিতে আরও বেশি বাধ্য হচ্ছেন, তার প্রমাণ কাজে যোগদানে মহিলাদের হারে বৃদ্ধি। গ্রাম থেকে শহর সর্বত্র এই হার একই রকমভাবে বেড়েছে। জুন মাসে যেখানে ৩০.২ শতাংশ মহিলারা কাজে যোগ দিতেন, সেখানে অগাস্টে যোগ দিচ্ছেন ৩২ শতাংশ। গ্রামীণ এলাকায় মহিলাদের যোগ দেওয়ার হার জুন মাসের ৩৩.৬ শতাংশ থেকে বেড়ে ৩৫.৯ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে পুরুষদের সঙ্গে মহিলাদের কাজে যোগ দেওয়ার পাল্লাটা যদিও এখনও খানিকটা কম। সেখানে জুনের ২২.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩.৮ শতাংশ।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version