চলতি বছরের শেষেই ভারতে আসবেন আর্জেন্টাইন মহাতারকা লিও মেসি। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার পাঠালেন মেসি। মোদির ৭৫তম জন্মদিনে এই বিশেষ উপহার পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে নিজের সই করা জার্সি পাঠালেন লিওনেল মেসি। মেসিকে ভারতে যে ক্রীড়া উদ্যেগপতি আনছেন তার মাধ্যমেই উপহার পাঠিয়েছেন মেসি
২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময়ে যে কিট পরেছিল গোটা দল, সেই জার্সিতেই সই করে মোদির জন্য পাঠিয়েছেন মেসি। ৭৫তম জন্মদিনে সেই জার্সি উপহার হিসাবে মোদির হাতে তুলে দেওয়া হয়েছে।
চলতি বছরে ভারত সফরে আসছেন লিও মেসি প্রথমে আর্জেন্টিনা দলের সঙ্গে পরে ব্যক্তিগত শহরে আসছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে কলকাতা এবং আরো দুটি শহরে আসবেন মেসি।
আগামী ১২ই ডিসেম্বর কলকাতার মাটিতে পা রাখবেন মেসি। এখান থেকেই শুরু তাঁর ভারত সফর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন অতীতেও কলকাতায় এসেছেন, ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব প্রথমবার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মেসি। কলকাতা এসে মেসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন দেখা করবেন তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ভারত সফরে এসে মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে হাজির হবেন এলএমটেন। সেখানেই প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
_
_
_
_
_
