উত্তরপ্রদেশে ফের রক্তাক্ত ঘটনা। গোরক্ষপুরে গরু পাচারকারীদের হাতে খুন হলেন এক নিট পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপক গুপ্ত। সোমবার বিকেল প্রায় ৩টে নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা।
অভিযোগ, প্রথমে দীপকের মুখে গুলি করে আততায়ীরা। এরপর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এখানেই শেষ নয়, নিষ্ঠুরতার পরিচয় দিতে মৃতদেহ তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তাঁর বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয় দেহ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা গোরক্ষপুর–পিপরাইচ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলছে এই ঘটনা। নিট পরীক্ষার্থীর এমন নৃশংস খুনে গোরক্ষপুরে শোক ও ক্ষোভের আবহ।
আরও পড়ুন – পুজোয় রাজ্যে আরও ৯৭টি ফায়ার স্টেশন, ঘোষণা দমকলমন্ত্রীর
_
_
_
_
_
_
_
