Sunday, January 11, 2026

সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

Date:

Share post:

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম (BCCI AGM)। বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই হবে বোর্ডের সদর দফতরে নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে। সেখানে বিসিসিআই শীর্ষ কর্তা থেকে অনেক রাজ্য সংস্থার প্রতিনিধিদের থাকার কথা।

২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে বিজেপি। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবই বিজেপির তোতাপাখি হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিসিসিআইয়ের নির্বাচনে বিজেপির একটা পরোক্ষ প্রভাব এতদিন ধরেই ছিল। এবার প্রত্যক্ষভাবেই বিসিসিআইয়ের ভোটে যুক্ত হয়ে গেল বিজেপি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং।

কিন্তু ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমের আগেই সভাপতির নাম থিক হয়ে যাবে শনিবারই। আগামী শনিবার রাতে অমিত শাহের বাড়িতে বৈঠক আছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যতই হরভজন, সৌরভ বা রঘুরাম ভাটদের নাম থাকুক শনিবার রাতে সব খেলা ঘুরে যেতে পারে। সৌরভ অমিত শাহের বাড়িতে যাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন:সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেটে ফেলে রজার বিনিকে সভাপতি করা হয়। বোর্ড রাজনীতির অঙ্ক বরাবরই কঠিন। নানা রাজনীতির সমীকরণ সেখানে কাজ করে। কিন্তু কোনও বিজেপি শীর্ষ নেতার বাড়িতে বোর্ড সভাপতি নির্বাচন সংক্রান্ত বেসরকারি বৈঠক হচ্ছে এমন নজির সাম্প্রতিক অতীত কেন ইতিহাস ঘাটলেও পাওয়া যাচ্ছে না।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...