Sunday, December 7, 2025

সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

Date:

Share post:

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম (BCCI AGM)। বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই হবে বোর্ডের সদর দফতরে নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে। সেখানে বিসিসিআই শীর্ষ কর্তা থেকে অনেক রাজ্য সংস্থার প্রতিনিধিদের থাকার কথা।

২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে বিজেপি। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবই বিজেপির তোতাপাখি হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিসিসিআইয়ের নির্বাচনে বিজেপির একটা পরোক্ষ প্রভাব এতদিন ধরেই ছিল। এবার প্রত্যক্ষভাবেই বিসিসিআইয়ের ভোটে যুক্ত হয়ে গেল বিজেপি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং।

কিন্তু ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমের আগেই সভাপতির নাম থিক হয়ে যাবে শনিবারই। আগামী শনিবার রাতে অমিত শাহের বাড়িতে বৈঠক আছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যতই হরভজন, সৌরভ বা রঘুরাম ভাটদের নাম থাকুক শনিবার রাতে সব খেলা ঘুরে যেতে পারে। সৌরভ অমিত শাহের বাড়িতে যাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন:সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেটে ফেলে রজার বিনিকে সভাপতি করা হয়। বোর্ড রাজনীতির অঙ্ক বরাবরই কঠিন। নানা রাজনীতির সমীকরণ সেখানে কাজ করে। কিন্তু কোনও বিজেপি শীর্ষ নেতার বাড়িতে বোর্ড সভাপতি নির্বাচন সংক্রান্ত বেসরকারি বৈঠক হচ্ছে এমন নজির সাম্প্রতিক অতীত কেন ইতিহাস ঘাটলেও পাওয়া যাচ্ছে না।

spot_img

Related articles

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী...