Tuesday, November 11, 2025

তিক্ততার আবহেই এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে হবে ম্যাচ?

Date:

সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে উঠল পাকিস্তান। আগামী রবিবার ফের ভারত পাকিস্তান ম্যাচ (IND vs PAK)। আমিরশাহির বিরুদ্ধে জয় পেয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। আগেই সুপার ফোরে স্থান করে নিয়েছে ভারত। ফলে দুই দেশ আরও এরকবার মুখোমুখি হচ্ছে।

বিস্তর নাটক শেষে বুধবার আমিরশাহরির বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।  প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৬ রান করেছিল। হাফসেঞ্চুরি করেছিলেন ফখর জামান। জবাবে গোটা সংযুক্ত আরব আমিরশাহি দল ১০৫ রানে অলআউট হয়ে যায়।

২০২৫ এশিয়া কাপে দুটো গ্রুপ থেকে দুটো করে দল সুপার ৪-য়ে উঠতে পারবে। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলেছে।সুপার ফোর রাউন্ডে মোট ৬ ম্য়াচ খেলা হবে। প্রত্যেকটা দলই একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর আরও একবার একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

আরও  পড়ুন :হূশিয়ারি দিয়েও সমঝোতা! নাটক শেষে কোন সমীকরণে খেলতে নামল পাকিস্তান?

গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে হেলায় হারিয়েছিল। তবে ম্যাচ জুড়ে ছিল শুধুই বিতর্ক।  আগামী ম্যাচেও ভারত যে প্রতিপক্ষ দলকে কোনও রকম সৌজন্য দেখাবে না তা স্পষ্ট। ফলে তিক্ততার আবহেই ফের একবার ২২ গজে খেলতে নামবে ভারত। এই প্রবল বিতর্কের মাঝেই রবিবার দুই যুযুধান প্রতিপক্ষের ম্য়াচে কী ফলাফল হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version