Sunday, November 16, 2025

শিল্পের মর্যাদা পেল লজিস্টিক, বিনিয়োগে আশার আলো রাজ্যে

Date:

পর্যটনের পরে এবার লজিস্টিক খাতকে শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

বর্তমানে অনলাইন কেনাকাটার প্রসার ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পশ্চিমবঙ্গের ভূ-রাজনৈতিক গুরুত্ব লজিস্টিক খাতকে বিশেষ মাত্রা এনে দিয়েছে। ইতিমধ্যেই ফ্লিপকার্ট হরিণঘাটায় বিশাল লজিস্টিক হাব তৈরি করেছে। হুগলিতে বিনিয়োগ করেছে আমাজন। কলকাতাও দ্রুত দেশের অন্যতম বড় লজিস্টিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

প্রশাসনের মতে, লজিস্টিককে শিল্পের মর্যাদা দেওয়ায় বিনিয়োগকারীরা সহজ শর্তে ব্যাংক ঋণ পাবেন। পাশাপাশি সরকারি নীতি ও সুবিধাগুলিও সরাসরি প্রযোজ্য হবে। উল্লেখযোগ্য, ২০২৩ সালে রাজ্য সরকার আলাদা লজিস্টিক নীতি তৈরি করেছিল। এদিনের সিদ্ধান্তে সেই খাত আরও গতি পাবে বলে আশা প্রশাসনের।

শুধু লজিস্টিক নয়, এদিনের বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তাজপুর–ডানকুনি–রঘুনাথপুর অর্থনৈতিক করিডরের জন্য শিল্প উন্নয়ন নিগমকে দেওয়া হচ্ছে ২০০ একর জমি। একইসঙ্গে নিউ টাউন কলকাতা উন্নয়ন সংস্থায় ১৫টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষজ্ঞদের মতে, এদিনের সিদ্ধান্তগুলি রাজ্যের শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আরও পড়ুন- দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ! বিধানসভা গ্রন্থাগারে সংবিধানের ব্রেইল সংস্করণ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version