Sunday, November 9, 2025

দুর্গাপুজো ঘিরে সতর্ক কলকাতা পুলিশ, বৃষ্টি মাথায় মণ্ডপ পরিদর্শন নগরপালের

Date:

দুর্গাপুজোয় (Durga Puja) শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার শহরের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Varma)। চেতলা অগ্রণী ও দেশপ্রিয় পার্কের মতো হাই-প্রোফাইল মণ্ডপগুলিতে গিয়ে তিনি খতিয়ে দেখেন সিসিটিভি, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, মণ্ডপের গঠন ও প্রবেশ-নির্গমন পথের ব্যবস্থা।
এছাড়াও, পুজো উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে কলকাতা পুলিশ চালু করতে চলেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ (Mobile App)। এই অ্যাপের মাধ্যমে পুজোপ্রেমীরা জানতে পারবেন: কাছাকাছি বড় পুজোগুলোর তালিকা, কোন রাস্তা দিয়ে মণ্ডপে প্রবেশ বা বেরোনো নিরাপদ, ভিড়ের পরিস্থিতি, জরুরি পরিষেবা ও পুলিশের যোগাযোগ নম্বর। পুলিশ কমিশনার জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে এই প্রযুক্তির ব্যবহার। আরও পড়ুন : দুর্বিষহ পরিষেবা, প্রতিবাদে মেট্রো রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি জাতীয় বাংলা সম্মেলনের

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কেএমসি, পিডব্লুডি, দমকল, ট্রাফিক পুলিশ-সহ একাধিক বিভাগের সঙ্গে সমন্বয়ে বৈঠক হয়েছে। বিশেষ নজর থাকছে: সাউথ কলকাতার বড় পুজো মণ্ডপগুলি, ইএম বাইপাস সংলগ্ন অঞ্চল, উত্তর কলকাতার ভিড়প্রবণ পুজো, ট্র্যাফিকের চাপ সামলাতে মেট্রো সংযোগস্থল ও গুরুত্বপূর্ণ মোড়।
প্রতিবছরের মতো এবারও পুজোয় কয়েক কোটি মানুষের সমাগম ঘটবে বলে অনুমান। সেই ভিড় সামলানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন যে আগেভাগেই কোমর বেঁধে নামছে, তা স্পষ্ট। প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা, সক্রিয় নজরদারি এবং নির্দেশিকায় ঢেলে সাজানো হচ্ছে শহরের নিরাপত্তা পরিকাঠামো।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version