Sunday, November 16, 2025

প্রাক্তন-বর্তমানকে ছাড়াই ‘বিশ’ পালন মেগাস্টার দেবের!

Date:

একদিকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) রূপে বড়পর্দায় আগমন অন্যদিকে সিনে ক্যারিয়ারের কুড়ি বছর পূর্তি – মেগাস্টার দেবের (Dev) জীবনের মেগা ইভেন্টে তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (NIS) জুড়ে তারকার মেলা। অনুরাগী থেকে বন্ধু-সতীর্থ এমনকি গোটা পরিবার হাজির হয়ে গেল মঞ্চে, কিন্তু দেখা মিলল না দেবের (Dev) প্রাক্তন ও বর্তমান প্রেমিকাদের। কেন বলুন তো? শ্রাবন্তী- নুসরত- পূজা, সায়ন্তিকারা সকলেই তো ছিলেন। চমক দিলেন কোয়েল মল্লিকও। কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) বা রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) দর্শন মিলল না। তাই প্রশ্ন উঠতেই পারে সিনেমা জগতের ২০ বছরের সেলিব্রেশনে দেবের (Dev) বৃত্ত আদৌ সম্পূর্ণ হল কি?

‘ধূমকেতু’র প্রমোশনে দূরত্ব ভুলে “এমনি” বন্ধুত্ব পাতিয়েছিলেন #দেশু। কিন্তু ‘রঘু’র মঞ্চে উধাও ‘চ্যালেঞ্জ’ নায়িকা। অনেক খুঁজেও রাজ চক্রবর্তী বা তাঁর স্ত্রী কাউকেই দেখা গেল না। মেগাস্টারের কুড়ি বছরের সিনেমা ক্যারিয়ারে সুপার হিট গানে তাল মিলালেন নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়,পূজা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। এমনকি ‘কিশোরী’ কন্যা ইধিকাকেও (Idhika Paul) জমিয়ে পারফর্ম করতে দেখা গেল। প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়ে খুনসুটি আর চেনা গানের সিগনেচার স্টাইলে চমকে দিলেন কোয়েলও (Koel Mallick)।

কিন্তু দেবের অনুষ্ঠানে ‘শুভ’ মিসিং। দর্শক অপেক্ষায় বসে থাকলেও, ‘ধূমকেতু’র মতো তাঁর আচমকা আগমন হল না। বোঝা গেল বরফ গলেনি। পুরোটাই ছিল বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক যেভাবে নিজের সিনেমার প্রমোশনে বেঙ্গল ট্যুর করতে গিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতাদের সহযোগিতাকে কাজে লাগিয়েছেন দেব, সেভাবেই দশ বছর আগের একটা সিনেমাকে এখনকার উপযোগী প্রমোশন করতে নিজের প্রাক্তনকে প্রয়োজন ছিল তাঁর। এখন প্রয়োজন ফুরিয়েছে, তাই বিনা বাক্য ব্যয়ে সাফ বার্তা, ‘এর বেশি কিছু আশা কোরো না..’। দেশু ফ্যানেরা আশাহত।

 

শনিবারের মেগা ইভেন্টে দেখা মিলল না মেগাস্টারের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রেরও। সম্ভবত তিনি কর্মসূত্রে ব্যস্ত আছেন। তবে যেভাবে দেব বললেন, “আমার সব নায়িকারা আজ এখানে”, তখন আবেগাপ্লুত ‘রঘু’র কণ্ঠস্বরের মাঝেও কোথাও যেন তাঁর কথার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version