মহালয়ার সকালে শহর কলকাতায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চারু মার্কেট (Charu Market) এলাকায়। তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অজ্ঞাত পরিচয় আততায়ীদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনার অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের গোয়েন্দা বিভাগের (detective department) আধিকারিকরা। যে যুবকের খোঁজে দুষ্কৃতীরা আসে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে অন্যান্য রবিবারের মতোই চারু মার্কেট এলাকার ‘দ্য কালচার’ জিমে (gym) ছিল প্রচণ্ড ভিড়। সেই সময়ে দুই অজ্ঞাত পরিচয় যুবক দোতলায় উঠে এসে জিমের মালিক জয়ের খোঁজ করে। রিসেপশনিস্ট জয়কে ডেকে আনতে গেলে সেই সময়েই দুই যুবক দু রাউন্ড গুলি (firing) চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনটাই দাবি জিমে (gym) আসা যুবকদের।

মহালয়া ও রবিবার হওয়ায় চারু মার্কেটের দেশপ্রাণ শাসমল রোড এলাকায় সেই সময়ে যথেষ্ট ভিড় ছিল। রাস্তায় যে প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন তাঁরা জানান, দুটি বাইকে চার যুবক আসে। তারা রেনকোট (raincoat) ও হেলমেট (helmet) পরে ছিল। তার মধ্যে দুজন উপরে উঠে যায়। বাকি দুজন বাইক রেডি করে দাঁড়িয়েছিল। দুই যুবক নেমে আসতেই তারা চম্পট দেয়।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় তর্পণে এসে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা

ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা খবর দেয় কলকাতা পুলিশে। তবে জিমের সিসিটিভি চালু না থাকায় পুলিশের তদন্ত খানিকটা সমস্যায় পড়ছে। ঘটনাস্থলে পৌঁছয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেই সময়ে জিমে ১০ জন ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সঙ্গে জিন মালিক জয়ের পুরোনো শত্রুতা নিয়েও তদন্ত শুরু করে পুলিশ।

এই ঘটনার পরে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় জানান, কেন হল, কী জন্য হল, কে বা কারা করেছে তা নিয়ে সবার মনেই প্রশ্ন রয়েছে। সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনার কিনারা করতে পারব।

–

–

–

–