উত্তরবঙ্গের ডাওহিল জঙ্গলে (Dow Hill forest in North Bengal) বিরল ব্ল্যাক প্যান্থার (black panther)! সম্প্রতি এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে চকচকে কালো দেহের চিতাবাঘটি। প্রথমে বিষয়টিকে ওড়িয়ে দেওয়া হলেও পরে বন দফতরের বসানো ট্র্যাপ ক্যামেরা নিশ্চিত করে দেয়—ডাওহিলের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এক ব্ল্যাক প্যান্থার।
বন দফতরের (Forest Department) এক শীর্ষ কর্তা জানান, বহুদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল এবার তার প্রমাণ মিলেছে। এটি উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণ বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও পড়ুন : নচিকেতার স্বাস্থ্য নিয়ে ধমক, সুস্থ থাকার টিপস মুখ্যমন্ত্রীর

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ব্ল্যাক প্যান্থার কোনও আলাদা প্রজাতি নয়। এটি সাধারণ চিতাবাঘের (Leopard) মেলানিস্টিক রূপ—যেখানে জিনগত কারণে শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, ফলে গায়ের রং হয় ঘন কালো।
এই ঘটনা সামনে আসার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হলেও আতঙ্কে আছেন অনেকে। তবে বন দফতর আশ্বস্ত করেছে—মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে দূরত্ব বজায় রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

–

–

–

–

–

–

–

–