Sunday, November 16, 2025

শেয়ার বাজারে সাফল্যের স্বীকৃতি, ১৯ এমএসএমই সংস্থাকে সম্মানিত করল রাজ্য 

Date:

শেয়ার বাজার থেকে সফলভাবে তহবিল সংগ্রহের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি রাজ্য সরকার সম্মানিত করল ১৯টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও টেক্সটাইলস দফতরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন, এই সংস্থাগুলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) মাধ্যমে পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করেছে দফতর।

তিনি মনে করিয়ে দেন, ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এনএসই ও রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। সেই উদ্যোগের ফলেই সংস্থাগুলি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে বড় বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসা তুলে ধরতে পারছে। এনএসই-র ইমার্জ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণে এগোতে পারবে। এই প্রকল্পটি বিশ্বব্যাংকের রাম্প কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পার্বতী মূর্তি জানান, বর্তমানে এনএসই-র এসএমই ইমার্জ প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রের ৬৭৩টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এই সংস্থাগুলি প্রায় ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে এবং তাদের বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। তাঁর বক্তব্য, কোভিড-পরবর্তী সময়ে তালিকাভুক্তির গতি অনেকটা বেড়েছে—শুধু গত দুই বছরেই ৩০০-র বেশি কোম্পানি যুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে।

আরও পড়ুন – বর্ধমান মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বিয়ার হাতে নাচ, কাটগড়ায় অভয়া-মঞ্চের ‘বিপ্লবীরা’! অধ্যক্ষকে প্রতিবাদপত্র পড়ুয়াদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version