অপেক্ষার অবসান। প্রকাশিত হল বর্ণময় রাজা রাধাকান্ত দেবের জীবনীগ্রন্থ। লেখক স্বয়ং শোভাবাজার রাজ পরিবারের তিরিশতম পুরুষ সৌমিতনারায়ণ দেব। মহালয়ার দিন রাজবাড়ির দুর্গা প্রতিমার সামনেই বইটির আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা—ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুলালচন্দ্র শীল, দেবাশিসকৃষ্ণ দেব, সুমিতকৃষ্ণ দেব, সুব্রত গঙ্গোপাধ্যায় প্রমুখ। বই হাতে নিয়ে সৌমিতনারায়ণ দেব জানান, এতে সংকলিত তথ্যগুলির ইংরেজি অনুবাদ করেছেন সিদ্ধার্থ এস কুমার, আর ছবির কাজ করেছেন প্রবীরকৃষ্ণ দেব। তাঁর কথায়, “রাধাকান্ত দেব বাহাদুরের বর্ণময় জীবন পাঠককে আনন্দ ও বেদনার স্মৃতিমেদুরতায় ভরিয়ে রাখবে বলেই আশা করি।”

আরও পড়ুন – সভাপতি পদে দায়িত্ব নিলেন সৌরভ, জানালেন নিজের পরিকল্পনা

_

_

_

_

_

_

_