Tuesday, November 18, 2025

নিশিকান্তের খুনি কে? নাম না করে দলবদলু শুভেন্দুকেই নিশানা আদি বিজেপির! খোঁচা কুণালের

Date:

নতুন করে রাজ্য রাজনীতির আলোচনায় সোনাচূড়ার ১৬ বছর আগের নিশিকান্ত মণ্ডলের (Nishikanta Mandol) খুনের ঘটনা। তাঁর মৃত্যু দিন ঘিরে বিজেপির অন্দরে আদি-তৎকালের কোন্দল। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর যখন খুন হন ভূমির উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রথম সারির নেতা নিশিকান্ত, তখন নন্দীগ্রামে তৃণমূলেই (TMC) ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এখন গেরুয়া শিবিরের নাম লিখিয়ে নিশিকান্ত জন্য প্রবল দরদ দেখাচ্ছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি (BJP) নেতাদের একাংশ। কেউ বলছেন, যে দলবদলু নেতা এখন দরদ দেখাচ্ছেন, তাঁর নির্দেশেই সেই সময় গুলি করা হয়েছিল নিশিকান্তকে। আবার কারও মতে, সেই সময়কার স্থানীয় তৃণমূল নেতা (পড়ুন শুভেন্দু অধিকারী) নির্দেশেই মাওবাদীদের দিয়ে নিশিকান্তকে খুন করানো হয়! আর বিজেপির এই কোন্দল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, “খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কার দিকে ইঙ্গিত করছেন? তখন জেলায় কারা চালাতেন? তাঁদের অনেকেই তো এখন বিজেপিতে।”

সোমবার নিশিকান্ত মণ্ডলের মৃত্যুদিনে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। প্রথমে নন্দীগ্রামে বিজেপি নেতা জয়দেব দাস অভিযোগ করেন, সেই সময় তৃণমূল নেতৃত্বের নির্দেশেই খুন করা হয়েছিল নিশিকান্তকে! সেই সময় এলাকার তৃণমূল নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তিনিই সেই সময় তৃণমূল সাংসদ। তাহলে কি জয়দেব শুভেন্দুকেই নিশানা করলেন? এই নিয়েই যখন রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা, সেই সময় বোমা ফাটিয়েছেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক (Santanu Pramanik)। তাঁর অভিযোগ, “নিশিকান্ত ছিলেন তৃণমূলের কাঁটা। ওঁর কাছে কিছু নেতারা পেরে উঠতে পারেনি। তাই রাতের অন্ধকারে মাওবাদীদের দিয়ে খুন করাল। অথচ আজ আবার ওরাই মালা দিতে আসে। হত্যা করবে আবার সমবেদনাও জানাবে।”

বিজেপি নেতাদের এই আক্রমণকেই হাতিয়ার করে গেরুয়া শিবিরের আদি নাম তৎকালের কোন্দলকে নিশানা করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী দলের নেতৃত্বই তাঁকে খুনি বলছে- এই অভিযোগ শাসকদলের। নাম না করে কুণালের (Kunal Ghosh) খোঁচা, “খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কার দিকে ইঙ্গিত করছেন? তখন জেলায় কারা চালাতেন? তাঁদের অনেকেই তো এখন বিজেপিতে।”

রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব দলবদলু বিরোধীদলনেতাকে একেবারেই ভরসা করেন না। বরং তিনি তৃণমূলে থাকার সময় বিজেপিকে যেভাবে তিনি নিশানা করতেন-তা এখনও ভুলতে পারেনি আদি বিজেপি নেতৃত্ব। ফলে সেই সময়কার তাঁর বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ এখন উগরে দিচ্ছেন তাঁরা।

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version