আবহাওয়া দফতরের দাবি, সোমবার রাতে মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে এভাবে বিপর্যস্ত গোটা কলকাতা। যে বৃষ্টিপাত প্রভাব ফেলেছে গোটা শহরের জনজীবনে। তবে এখানেই কেটে যাচ্ছে না দুর্যোগ পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় কোন দিকে যাবে বৃষ্টিপাতের পরিস্থিতি, তা নিয়ে ফের একবার আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবার অতি ভারীর কাছাকাছি চলে যেতে পারে বৃষ্টিপাত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক যেমন ছিল সোমবার থেকে মঙ্গলবারের ২৪ ঘণ্টায়। অথচ সেই পূর্বাভাসকে বানচাল করে ৪৭ বছরের অতি ভারী রেকর্ড বৃষ্টি শহর ও শহরতলিতে। ফলে সতর্ক আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের দাবি, আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে সেই বৃষ্টি যে কোন সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পরিণত হতে পারে।

অন্যান্য দক্ষিণের জেলাগুলির জন্য আবহাওয়া দফতরের সতর্কতা:
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারী থেকে অতিভারী বৃষ্টি – দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম
ভারী বৃষ্টি – পুরুলিয়া, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা
হালকা থেকে মাঝারি বৃষ্টি – কলকাতা, উত্তর চব্বিশ পরগণা
আগামী ৫ দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে না যাওয়ার নির্দেশ

উত্তরের জেলাগুলির জন্য রয়েছে ভাল খবর:
আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির পরিমাণ কম থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে।

আরও পড়ুন: গঙ্গায় লাগাতার ড্রেজিং, তাই কলকাতার জল তাড়াতাড়ি নামে: ক্লাউডবার্স্টকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

–

–

–

–