Wednesday, November 19, 2025

নিজেই কিনলেন দল, কোন খেলার ফ্র্যাঞ্চাইজি লিগে অংশীদার হলেন রাহুল?

Date:

বিরাট কোহলি থেকে আর অশ্বিন, ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশীদার হয়েছেন  একাধিক  ক্রিকেট ব্যক্তিত্ব।  এবার সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার প্রাইম ভলিবল লিগের (PVL) নতুন দল গোয়া গার্ডিয়ান্স-এর সহ-মালিক হয়েছেন।

কয়েকদিন পরই শুরু হচ্ছে ক্রিকেটার প্রাইম ভলিবল লিগের চতুর্থ সংস্করণ। গোয়া ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলের হাত ধরেই আত্মপ্রকাশ করতে চলেছে। আসন্ন ক্রিকেটার প্রাইম ভলিবল লিগটি ২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

সমাজ মাধ্যমে ভারতীয় দলের তারকা ক্রিকেটার জানিয়েছেন , প্রাইম ভলিবল লিগের গোয়া গার্ডিয়ান্সের ১০ শতাংশ মালিকানা কিনেছেন তিনি।  ভারতে ভলিবলের প্রসারে ভূমিকা নিতে চান তিনি। রাহুলের লিখেছেন, “প্রাইম ভলিবল লিগ ভারতে ভলিবলে প্রাণ সঞ্চার করেছে। এই লিগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে যু্ক্ত হতে পেরে ভালো লাগছে।”

গোয়া গার্ডিয়ান্সের আর এক মালিক রাজু চেকুরি। রাহুলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাহুলের ভলিবলের প্রতি ভালবাসার কথা তিনি আগে থেকেই জানতেন। সেই কারণে রাহুলের সঙ্গে পার্টনারশিপে দল গঠন করেছেন। আগের তিন মরশুমে খেলেনি গোয়া গার্ডিয়ান্স। চলতি মরশুমে প্রথম নামতে চলেছে তারা।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন

হকি থেকে কবাডি ভারতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের খেলা বেশ জনপ্রিয় হয়েছে।  সেখানে ক্রিকেটার থেকে বলিউড তারকারা দলও কিনেছেন।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version