প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই ফের ভোগান্তি খাস কলকাতায় (Kolkata)। মঙ্গলবার সকালে গড়িয়ার (Garia) ম্যান্ডেভিলা গার্ডেনে ভয়াবহ আগুন লাগে। বাজারের দুটি দোকান থেকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। আরও পড়ুনঃ পুজোর প্রাক্কালে বেনজির দুর্যোগ, মঙ্গলের বেলা গড়াতেই ফের বৃষ্টি কলকাতায়

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। মেয়র ফিরহাদ হাকিম হাঁটু জলে দাঁড়িয়ে উদ্ধারকাজ ও আগুন নেভানোর তদারকি করেন। মেয়র জানান, ঘটনাস্থলের দোকানগুলোর বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবুও অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাজার এলাকা ঘিঞ্জি হওয়ায় এবং দোকানগুলিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

–

–

–

–

–

–

–
