Tuesday, November 18, 2025

জলমগ্ন স্টুডিও চত্বর, বন্ধ একাধিক ধারাবাহিকের শ্যুটিং!

Date:

কলকাতার দুর্যোগের প্রভাব লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে। মহানগরীর অন্যান্য রাস্তার মতোই জল থৈ থৈ টালিগঞ্জের স্টুডিও পাড়া চত্বর (Kolkata Studio Area)। শুধু তাই নয় জোকার শ্যুটিং ফ্লোরে একই অবস্থা। পুজোর আগে সিরিয়াল ব্যাঙ্কিংয়ের চাপ মাথায় দিয়ে অঘোষিত ‘রেনি ডে’-তে কী ভাবছেন টেলি তারকারা (Television Stars)?

সারা বছর বাঙালির ড্রয়িং রুমে নতুন নতুন এপিসোড পৌঁছে দিয়ে পুজোর চারটে দিন একটু ছুটি কাটাতে পারেন টেলিউডের তারকারা। তবে তার জন্য আগে থেকে কাজ করে রাখতে হয়। একটা দিন শ্যুটিং না হওয়ার মানে বিরাট ক্ষতি। অথচ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেভাবে অতি ভারী বৃষ্টি ডুবিয়েছে কলকাতাকে, তার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। সাহেব- সুস্মিতা অভিনীত ‘কথা’ (Katha ) ধারাবাহিকের শ্যুটিং আজ বন্ধ। বৃষ্টি দুর্যোগে ‘আমাদের দাদামণি’ ও ‘আনন্দী’ সিরিয়ালের কাজও আজ হচ্ছে না বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও টালিগঞ্জে বেশকিছু ফ্লোরে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জোয়ার ভাঁটা’-সহ একগুচ্ছ ধারাবাহিকের কাজ চলছে। অভিনেতারা বলছেন, যানজট আর জলজমাট মহানগরীতে সময়মতো ফ্লোরে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) বাড়ি থেকে স্টুডিওর দূরত্ব মাত্র আধ ঘণ্টা। অথচ আড়াই ঘণ্টায়ও তিনি গন্তব্য পৌঁছতে পারেননি। শেষমেষ প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। ‘পরশুরাম’ অভিনেতা ইন্দ্রজিৎ আজ বাইকারোহী। তাঁর কথায়, “গাড়ি বার করতে ভরসা পাইনি। এ ভাবেই পৌঁছেছি। বাকিরাও এক এক করে আসছেন।” টেকনিশিয়ান থেকে কলাকুশলী সকলকেই বেশ নাকানিচোবানি খেয়ে কাজে পৌঁছাতে হয়েছে। তবে আশার খবর এটাই যে টালিগঞ্জের সবকটা স্টুডিও ফ্লোরে মোটামুটি কাজ চলছে। কোথাও ক্যামেরা বন্ধ হয়নি।

 

Related articles

দিতিপ্রিয়া-জিতু দ্বন্দ্ব সমাধানের বৈঠক নিষ্ফলা! মাঝপথেই বেরিয়ে গেলেন অভিনেতা

টেলিপর্দার জনপ্রিয় জুটি আর্য-অপর্ণার ভবিষ্যৎ কি, ব্যক্তিগত দ্বন্দ্বের জল গড়িয়েছিল চ্যানেল ও প্রযোজনা সংস্থার মিটিং পর্যন্ত। কিন্তু 'চিরদিনই...

স্বাস্থ্যক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার শ্রীবৃদ্ধি! উদ্যোগের খতিয়ান পোস্ট তৃণমূলের

রাজ্যে উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে উন্নয়ন চোখে পড়ার মতো। স্বাস্থ্যক্ষেত্রেও (Heath Sector) হয়েছে...

আত্মঘাতী হামলাকারী নিয়ে সমাজের ধারণা ভুল! ভিডিও প্রকাশ উমরের

দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) কাছে বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই বিস্ফোরণে মূল চক্রী...

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...
Exit mobile version