Tuesday, November 18, 2025

হাওড়ায় উৎসবের মরশুমে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, চালু ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’    

Date:

হাওড়ায় যুবনেতা কৈলাস মিশ্রর উদ্যোগে উৎসবের মরশুমে অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে থাকছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’ শীর্ষক একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান ও মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক ও হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী নন্দিতা চৌধুরি, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র সহ দলের আরও অনেকে।

যেকোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপে হাওড়া সদরের ৮টি বিধানসভা এলাকার পুজোর বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য, নিকটবর্তী থানা, দমকল অফিসের ফোন নাম্বার, কোন মণ্ডপে কেমন ভিড় রয়েছে, কিভাবে মন্ডপগুলিতে যেতে হবে সেসবই পুঙ্খানুখ তথ্য থাকছে। সেইসঙ্গে বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট কয়েকজন যুব তৃণমূল কর্মীদের নাম ওফোন নাম্বারও দেওয়া থাকছে। পাশাপাশি মোট ১৮০ জন ‘অভিষেকের দূত’ হিসেবে নিযুক্ত যুব তৃণমল কর্মীদের নাম ও ফোন নাম্বারও দেওয়া থাকছে। তাঁরা কে কে কোন মন্ডপ চত্বরে মানুষের পাশে থেকে সাহায্যের জন্য নিযুক্ত থাকবেন তাও উল্লেখ থাকবে এই অ্যাপে। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘ষষ্ঠীর দিন থেকে আমাদের এই পরিষেবা চালু হবে। দুর্গাপুজোর পরেও কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো, বড়দিন সহ সমস্ত উৎসবের সময়েই যুব তৃণমূলের ওই কর্মীরা অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে হাজির থাকবেন। আমরা গত ৩ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছি। এবারই প্রথম এই সংক্রান্ত মোবাইল ফোনের অ্যাপটি চালু করা হল। অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপে ক্লিক করলেই যে কেউ এই পরিষেবা পাবেন। বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশুরা কোনও সমস্যায় পড়লে এখান থেকে আমাদের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসারি যোগাযোগ করতে পারবেন। অভিষেকের দূত হিসেবে তাঁরা সবসময় মানুষের পাশে থাকবেন। পুরো বিষয়টিতে আমরা সবসময় নজরদারি চালাবো।’

এই অ্যাপের সূচনা করে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকতে বলেন। সেই আদর্শেই উদ্বুদ্ধ হয়ে হাওড়া সদর যুব তৃণমূলের কর্মীরা অভিষেকের দূত হিসেবে উৎসবের মরসুমে সবসময় মানুষের পাশে থাকবে। যা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ।’

আরও পড়ুন – ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version